নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ শহরের যৌনপল্লিতে বসবাস করা প্রায় তিনশো পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় প্রত্যয় নামে স্বেচ্ছাসেবী সংগঠন৷ এর জন্য প্রত্যয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে দুর্বার মহিলা সমণ্বয় কমিটি৷ সংকটের এই মুহুর্তে তাঁদের পাশে দাঁড়ানোয় কর্তৃপক্ষের কাছে নিজেদের কৃতজ্ঞতা জানাচ্ছেন যৌনকর্মীরাও।
প্রত্যয় নামক এই সংস্থা শুধু শহরের যৌনপল্লী নয়, এই লকডাউন পরিস্থিতিতে মালদহ জেলার বিভিন্ন ব্লকে পৌঁছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। এই বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অরিন্দম শেঠ জানান, তারা ২৭ মার্চ থেকেই জেলার বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
আরও পড়ুনঃ দুঃস্থদের মাংস ভাত খাওয়ালেন রায়গঞ্জের ব্যবসায়ীরা
জেলার চাঁচোল, পুরাতন মালদহ, ইংরেজবাজার সহ একাধিক ব্লকে তারা পৌঁছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। চাঁচল ব্লকের আদিবাসী অধ্যুষিত বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584