নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে ‘করোনা’ নামক এক মারণ ভাইরাস। বিগত একশ বছরে এমন মহামারী কেউ দেখেনি। এই মহামারী রুখতে সারা পৃথিবী জুড়ে চলছে লক ডাউন। সংক্রমণের হার কমাতে মেয়াদ বাড়ছে লকডাউনের। লকডাউনের সঙ্গে বাড়ছে অনিশ্চয়তাও। এক গভীর সমস্যার মুখে মানব জাতি।
সমস্যা আরও গভীর সেইসব অঞ্চলে যেসব অঞ্চল শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানকার যোগাযোগ ব্যবস্থাও ততটাই অনুন্নত। লক ডাউনের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে সেখানকার মানুষেরও জীবন, জীবিকা। মারণ ভাইরাসের ছড়িয়ে পড়ার চেয়েও বেশি দুশ্চিন্তার হল মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা। পশ্চিমবঙ্গে এমন গ্রামের সংখ্যা নেহাত কম নয়!
আরও পড়ুনঃ অনলাইন ক্লাসে নজির গড়ল ‘হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন, দক্ষিণেশ্বর’
শুরুটা হয়েছিল পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম তুলসীবাড়ি দিয়ে। এরপর চিতারমা। দুই গ্রামের দরিদ্র দুঃস্থ মানুষগুলির কাছে তাঁদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দিল অভিনেত্রী-প্রযোজক সুচন্দ্রা ভানিয়া ও তাঁর উদ্যোগে গড়ে ওঠা সমাজ কল্যাণমূলক সংস্থা ‘প্রয়াস’।
পরবর্তী অভিযান গোবরান্ডা। পুরুলিয়ার প্রত্যন্ত এই গ্রামের নিঃসহায় বিধবা, গৃহ পরিচারিকার পেশায় দিনযাপন করা এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া কিছু মানুষদের দিকে সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘প্রয়াস’।
“শুধু চিতারমা, তুলসীবাড়ি বা গোবরান্ডাই নয়, রাজ্যের এমন অনেক গ্রামের মানুষের প্রয়োজন বেঁচে থাকবার জন্য একমুঠো খাবারের। সেই সব মানুষদের পাশে দাঁড়াতেই ‘প্রয়াস’-এর জন্ম। ‘প্রয়াস’ এর তরফে একটি ত্রাণ তহবিল গড়ে তোলা হয়েছে।”- জানালের সুচন্দ্রা ভানিয়া।
জনসমাজের উন্নতি এবং কল্যাণ সাধনের উদ্দেশ্যে Just Studio’র একটি মানবিক উদ্যোগের নাম ‘প্রয়াস’। দেশের জরুরিকালীন পরিস্থিতিতে বাংলা এবং বহির্বঙ্গের দুঃস্থ মানুষের উন্নতিতে সহযোগিতা করাই ‘প্রয়াস’ এর মূল উদ্দেশ্য। সারাবছর ধরেই নানারকম জনকল্যাণমূলক কাজের পরিকল্পনা রয়েছে প্রয়াসের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584