নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
করোনা সংক্রমণ ঠেকাতে এবার অমাবস্যায় হোম যজ্ঞকেই আশ্রয় করলেন বাঁকুড়ার মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শহরের ৭ নম্বর ওয়ার্ডের দোলতলার বাগদী পাড়ার কালী পুজা কমিটির করোনা নিধন যজ্ঞে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার উপপুরপ্রধান দিলীপ আগরওয়াল স্বয়ং।
শনিবার রাতে করোনা সংক্রমণ ঠেকাতে এই হোমযজ্ঞ বাঁকুড়া শহরে ইতিমধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে। তাবড় তাবড় বিজ্ঞানীরা যখন এর প্রতিষেধক আবিস্কারে দিন রাত এক করে কাজ করছেন তখন অমাবস্যায় হোমযজ্ঞের মাধ্যমে করোনা মুক্তির ভাবনা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আরও পড়ুনঃ করোনা পরীক্ষার রিপোর্টে গতি আনতে বিশ্ববিদ্যালয়ের যন্ত্র দান
যদিও এবিষয়ে কোন কিছু শুনতে রাজি নন উদ্যোক্তারা। স্থানীয় সিপিএম কাউন্সিলর রাজু বাউরী থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584