নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে সেই অনুকরনে রায়গঞ্জে ‘করোনা পুজো’ করলেন স্থানীয় শ্মশান কলোনীর মহিলারা। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিষেধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা, তখন করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজনে এলাকায় কৌতুহল ছড়িয়েছে।
সোমবার সকালে উপবাস থেকে মাটি খুঁড়ে গর্তে লাড্ডু, জবাফুল, লবঙ্গ দিয়ে পুজো দিলেন রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনীর মহিলারা। এদিন রায়গঞ্জের বন্দর পুর শ্মশানঘাটে এই পুজো হতে দেখে কৌতুহলী অনেকেই হাজির হন।
আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে আর্সেনিকাম অ্যালবাম -৩০ বিতরণ
ওই মহিলারা জানিয়েছেন, পশ্চিমি রাজ্য গুলিতে কিছু মহিলারা এই পুজো উপাচার করে তাদের সোশ্যাল মিডিয়ায় পাঠিয়েছেন। যা দেখে তারাও এই করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যান কামনা করে এদিন এই পুজো করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584