রাত পেরোলেই নির্বাচন, রেনকোট পরা ভোটকর্মীদের সঙ্গে পলিথিন ব্যাগে এল ইভিএম

0
40

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

রাত পেরোলেই রাজ্যের তিন বিধানসভাকেন্দ্রে নির্বাচন। এই কেন্দ্রগুলির মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। এই কেন্দ্রে ভোটে লড়ার জন্য তৃণমূল প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও ভবানীপুরের ভোটযুদ্ধে নেমেছেন।

EVM

৩০ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন। আর তার জন্য মঙ্গলবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভবানীপুর চত্ত্বর। আর এরই মধ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। জলমগ্ন শহরের বেশ কয়েকটি জায়গা। তাই বৃষ্টিতে ভোট করতে এবার বিশেষ ব্যবস্থা ভবানীপুরে।

ভবানীপুরের ৮ নম্বর ওয়ার্ডে ৯৮ ভোটকেন্দ্রে ছাউনি করা হয়েছে, যাতে কোনওভাবেই জলে মানুষকে ভিজতে না হয়। বুধবার ইভিএম আনা হয়েছে স্বচ্ছ পলিথিন ব্যাগে। শুধু তাই নয়, ভবানীপুরের সব ভোটকর্মীকেই দেওয়া হচ্ছে রেনকোট। ভবানীপুরে চালু রাখা হচ্ছে সব পাম্পিং স্টেশন। ভবানীপুরে বসানো হচ্ছে অতিরিক্ত পাম্প।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের, হলফনামায় জানাতে হবে বক্তব্য

মঙ্গলবারই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। সব বুথে ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

আরও পড়ুনঃ ভবানীপুরের উপ নির্বাচনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কমিশনের, জারি থাকছে ১৪৪ ধারা থেকে ওয়েব কাস্টিং

বৃষ্টিতে ভোটকর্মী এবং যাঁরা ভোট দিতে আসবেন তাঁদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য ভবানীপুর কেন্দ্রের সব নিকাশি নালা ইতিমধ্যেই সাফাই করা হয়েছে। জল জমে এমন এলাকাগুলিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বুধবার বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট ভবানীপুর এলাকায় দুটি নৌকার ব্যবস্থাও রাখছে যাতে তিন ফুটের উপর জল জমলে সেগুলি ব্যবহার করা যায়। আজ, বুধবার থেকেই ভবানীপুরে মোতায়েন করা হচ্ছে কুইক রেসপন্স টিম। আজ থেকেই ১৩টি কুইক রেসপন্স টিম ভবানীপুর বিধানসভা এলাকায় ঘুরবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here