হরিদেবপুরে বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী অন্তঃসত্ত্বা যুবতী

0
52

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বাড়ির অমতে ভিন্ন ধর্মের এক যুবক কে বিয়ে করেছিলেন হরিদেবপুরের এক যুবতী। বিয়ের চার মাসের মধ্যে সেই যুবতীর মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

housewife dead | newsfront.co
যুবতীর দেহ। নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। শুক্রবার হরিদেবপুরে মৃতার বাড়িতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি এই মৃত্যু নিয়ে সাম্প্রদায়িক তাস খেলেন বলে অভিযোগ। লকেট চট্টোপাধ্যায় অবশ্য তোপ দাগেন মমতা সরকারের বিরুদ্ধেই।

আরও পড়ুনঃ বৈদ্যুতিক টাওয়ারের উপরে যুবক, চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়

প্রাথমিক তদন্তে জানা গেছে ওই অন্তঃসত্ত্বা যুবতী বধূ আত্মহত্যা করেছেন। এদিনই তার ময়নাতদন্ত হয়। যুবতীর বাড়ির লোকজনের দাবি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়াও বধূর উপর পণের জন্য নির্যাতন করা হত বলে অভিযোগ। যুবতীর বাবার অভিযোগে মৃতার স্বামী আব্দুল কালাম মন্ডল ও তার পরিবারের চার সদস্য কে পুলিশ গ্রেফতার করেছে।

এরপর শুক্রবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, “তৃণমূল ভোট ব্যাংকের দিকে তাকিয়ে একটি সম্প্রদায়ের এসব কাজে উৎসাহ দিয়ে যাচ্ছে। এই ঘটনার সঠিক তদন্ত না হলে হরিদেবপুর থানার সামনে আমরা বিক্ষোভ দেখাব।” অন্যদিকে তৃণমূলের অভিযোগ, পারিবারিক অশান্তিতে রাজনীতির রং দিচ্ছে বিজেপি। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত শুরু করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here