নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ১২২৭ সনের ১২ আশ্বিন, ইংরেজি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন অধুনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে।

বিদ্যাসাগরের পূন্য জন্মভূমি বীরসিংহ গ্রামে সরকারি উদযোগে পালিত হবে এই অনুষ্ঠান। মুখমন্ত্রীর সফরের আগে বীরসিংহে এখন সাজ সাজ রব। জোরকদমে নতুন রাস্তাঘাট হচ্ছে। বসছে পথবাতি। এই সফরের আগে গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভ সামনে আসায় কোনও ঝুঁকি নিতে রাজি নয় জেলা প্রশাসন। তৎপরতার সঙ্গে চলছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির সহ বিদ্যাসাগর ভগবতী বিদ্যালয় সংস্কারের কাজ। বিদ্যাসাগর ভগবতী বিদ্যালয়ের খেলার মাঠে মঞ্চ তৈরির কাজ শেষের পথে।

২৪ সেপ্টেম্বর আসছেন মুখ্যমন্ত্রী পাথরা গ্রামে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। রবিবার সকালে হেলিপ্যাডে ট্রায়াল দিতে আসা একটি হেলিকপ্টার দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ। জেলা ও রাজ্যের আধিকারিকরা বারে বারে ছুটে আসছেন বীরসিংহ গ্রামে চলছে জোরকদমে সভার প্রস্তুতি। প্রথমবার কোন মুখ্যমন্ত্রী আসছেন বিদ্যাসাগরের জন্ম ভূমিতে।

জেলা প্রশাসন সূত্রের খবর, ২৪ সেপ্টেম্বর বিকেল তিনটেয় বীরসিংহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি যাবেন বিদ্যাসাগর স্মৃতি মন্দির। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পরে ঘুরে দেখবেন সংগ্রহশালা-সহ গোটা চত্বর। তাঁর পরের গন্তব্য দু’শো মিটার দূরে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে যাবেন।
আরও পড়ুনঃ সম্প্রীতির অনন্য শিল্পচর্চা পিংলার ‘নয়া’ গ্রামে
বিদ্যাসাগরের দু’শো বছরের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর বিদ্যাসাগরের জীবন সম্পর্কিত যে প্রদর্শনীর আয়োজন করছে, সে দিন তারও উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতে। তারপর হাইস্কুল মাঠে জনসভা ও মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষের অনুষ্ঠানের পরের দিন ২৫ সেপ্টেম্বর ডেবরায় তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584