নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
শুভেন্দু অধিকারীর পদত্যাগের রেশ কাটাতে বিধানসভা নির্বাচনের ছয় মাস বাকি থাকতেই দিদির দলকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করতে বালুরঘাটে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল যুব ও ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।
যদিও শুভেন্দু অধিকারীর মন্ত্রী সভা থেকে পদত্যাগের দিন রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডাকা কোর কমিটির জরুরি বৈঠকেই ২১ এর ভোট যুদ্ধে এবারে তাদের একমাত্র প্রতিদ্বন্দী বিজেপির সাথে সরাসরি লড়াইয়ের জন্য অল আউট ঝাঁপানোর জন্য পথে নেমে পড়ার নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।
শুক্রবারে রাতের নেত্রীর সেই বার্তার রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যায় নেত্রীর উন্নয়নের প্রকল্প গুলি জনগনের সামনে তুলে ধরে দলকে ফের নির্বাচিত করার দাবি জানিয়ে রঙ তুলি নিয়ে বালুরঘাট শহরে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল যুব ও ছাত্র পরিষদের কর্মীরা।
শনিবার রাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের সূর্যসেন এলাকায় দেওয়াল লিখন প্রক্রিয়া শুরু করলো তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় দেওয়াল লেখনীতে হাতে হাত মেলায় ছাত্র ও যুব নেতা কনিষ্ক চাটার্জী, শংকর ঘোষ, রবীন্দ্রনাথ দে, সৌরভ সরকার সহ অন্যান্য নেতা কর্মীরাও৷
আরও পড়ুনঃ সম্পত্তি নিয়ে অভিযোগ শশীর, সাংবাদিক সম্মেলন না করে মামলা করার নিদান অর্জুনের
সমর্থকদের দাবি, ভোটের এখনও দেরি থাকলেও তারা দিদির সর্বসাধারণের জন্য উন্নয়ন মূলক প্রকল্পগুলি আগাম প্রচার চালিয়ে ফের তৃণমূলকেই ভোট দেওয়ার জন্য আবেদন এই দেওয়াল লিখনের মধ্যমে জানানো হচ্ছে। তাদের আরও দাবি যদিও দলের প্রার্থী ঠিক করবেন নেত্রী তাই তখন তাঁকে জেতানোর জন্যই এই আগাম দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচার শুরু করে দেওয়া হল ।
আরও পড়ুনঃ ‘দাদার অনুগামী’র পাল্টা এবার ‘দিদির সঙ্গে’
এখন দেখার বিষয় এটাই যে, এই আগাম প্রচার করে তৃণমূল বালুরঘাট বিধানসভা কেন্দ্র তো বটেই জেলার অনান্য পাঁচটি বিধানসভা কেন্দ্রেরও ভোট নিজেদের পকেটস্থ করতে পারে কিনা। প্রসঙ্গত বিগত বিধানসভা নির্বাচনে বালুরঘাট আসনটি তৃণমূলের কাছ থেকে বামেরা ফের দখল যেমন করেছিল তেমনি গঙ্গারামপুর, হরিরামপুর তৃণমূলকে হারতে হয়েছিল বামেদের কাছে।
আরও পড়ুনঃ মহিষাদলে বিধায়ক শুভেন্দু অধিকারীর স্মরণসভা ঘিরে জল্পনার পারদ তুঙ্গে
কুশুমন্ডিতেও পুনরায় বাম প্রার্থী জিতেছিল। একমাত্র কুমারগঞ্জ ও তপন আসনটি তৃণমূল ধরে রাখতে পেরেছিল। এবার এই আগাম প্রচারে কতখানি ফায়দা তৃণমূল করে উঠতে পারবে সেইদিকেই তাকিয়ে জেলার রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584