আলোচনা সাংস্কৃতিক প্রতিযোগিতায় কন্যাশ্রী দিবসের প্রস্তুতি পূর্বস্থলী ১

0
82

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

বৃহস্পতিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের উদ্যোগে আগামী ১৪ আগস্ট কন্যাশ্রী দিবস উপলক্ষে এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।ব্লকের নজরুল মঞ্চে অনুষ্ঠিত কন্যাশ্রী দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা হয়। সেইসাথে কন্যাশ্রী বিষয়ের উপরে ভিত্তি করে ছাত্রীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে ছাত্রীরা নাচ, গান আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
কন্যাশ্রী দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন  চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সমষ্টি উন্নয়ন আধিকারিক দুর্গা প্রসাদ ঘোষ পরিমল দেবনাথ প্রশান্ত দেবনাথ বিশ্বজিৎ রায় স্নেহাশিষ ভট্টাচার্য্য।

নিজস্ব চিত্র

কন্যাশ্রী সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন যে আঠারো বছরের পূর্বে বিয়ে নয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদেরকে সাহসিকতার সাথে যুক্তি দিয়ে বাবা মায়ের ভুল ধারণাটিকে সরিয়ে দিয়ে তাদের যুক্তি খাড়া করে প্রতিষ্ঠিত করতে হবে।এর জন্য নিজেদেরকে সেই ভাবে তৈরি করার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।তাই সকলকে সচেতনতায় এগিয়ে আসতে হবে।
পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন যে কন্যাশ্রী একটি আন্দোলন। বাংলার মেয়েরা কন্যাশ্রী প্রকল্পে এগিয়ে রয়েছে। সেই ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় কন্যাশ্রী প্রকল্পে তাদের ব্লক জেলায় সেরা  স্বীকৃতি পেয়েছিল। এবারও তারা এগিয়ে রয়েছে। ছাত্রীদের মধ্যে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে অনেকটাই।আঠারো বছর পূর্ণ না হলে বিয়ে নয় এটাকে আস্তে আস্তে শূন্যে নামিয়ে আনতে হবে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের ব্যাপারে অনেকটাই সাহায্য করছে এই প্রকল্পটি।তেমনি পাশাপাশি রূপশ্রী প্রকল্প তৈরি করে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বিয়ের ব্যাপারে ও সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এই দুটি প্রকল্প। তিনি আরো বলেন ধাপে ধাপে রূপশ্রী প্রকল্পে ছাত্রীদের জন্য সহযোগিতা করা হচ্ছে শেষমেষ ৭৫ হাজার টাকার সাহায্য পেয়ে থাকবেন প্রাপকরা।
দিনকার নানান ধরনের প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রী প্রতিযোগী সফলতার সঙ্গে উত্তীর্ণ হবে তাদেরকে আগামী ১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবস এ পুরস্কৃত করা হবে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন চট্টোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here