সুদীপ পাল, বর্ধমানঃ
প্রস্তুতি শুরু হয়ে গেল বর্ধমান জেলা মাটি উৎসবের। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার ৩৫টি সরকারি দপ্তরকে স্টলেরর জন্য কতটা জায়গা লাগবে তা ২৫জানুয়ারির মধ্যেই তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পর্যটন দপ্তরের অধিকর্তা, বিভাগীয় বনাধিকারিক, পূর্ত, জনস্বাস্থ্য এবং এগ্রি-ইরিগেশন বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের চিঠিও দেওয়া হয়েছে। যেকোনও দিন নবান্ন থেকে মাটি উৎসবের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মাটি উৎসব প্রাঙ্গণে পূর্ত দপ্তরের মাধ্যমে অস্থায়ী স্টল, হেলিপ্যাড, পার্কিং প্লেস, টয়লেট, ব্যারিকেড, মোড়াম রাস্তা এবং গেট তৈরি হবে।
কৃষি দপ্তর এবং কৃষি বিপণন দপ্তরও মাটি উৎসবের জন্য টেন্ডার ডাকা ইতিমধ্যেই শুরু করেছে। অনুমান করছেন জেলা প্রশাসনের অফিসাররা যে ২১কিংবা ২২জানুয়ারি নাগাদ মাটি উৎসবের দিনক্ষণ ঘোষণা হতে পারে।
আরও পড়ুন: রক্তদান শিবিরে সামাজিক কর্মসূচির অঙ্গীকার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584