অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
২০২০-র আইপিএল শেষ হয়ে গেল৷ মুম্বই ইন্ডিয়ন্স পঞ্চমবারের জন্য আইপিএল সেরা হল৷ বিসিসিআই পরের মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। পরের আইপিএল ভারতে না দুবাইয়ে হবে সেটা না জানা গেলেও পুর্নাঙ্গ নিলাম হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷
কলকাতা বা মুম্বইতে হতে পারে সেই নিলাম তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে৷ বিসিসিআই আধিকারিকরা ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা চালাচ্ছে৷ বিসিসিআই সেটা বিভিন্ন ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে আর পরের বছর যুক্ত হবে নতুন ফ্রাঞ্চাইজি অর্থাৎ নয় দল নিয়ে আইপিএল হবে পরের বছর।
আরও পড়ুনঃ আইপিএলের সাফল্যে জয়ের প্রশংসা, সৌরভের নাম মুখে আনলেন না শাস্ত্রী
অতিমারির জেরে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পোষাতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিচ্ছে৷ আহমেদাবাদ থেকে এক কর্পোরেট গোষ্ঠীর দল খেলবে আইপিএলে৷ বিসিসি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, যাবতীয় সিদ্ধান্ত বোর্ড ও আইপিএল কমিটি যথা সময়ে জানাবে তারা ভারতে করোনা পরিস্তিতি দিকে নজর রাখছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584