নন্দীগ্রামে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, চলছে দলীয় প্রস্তুতি

0
60

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের উদ্যোগে নিমতৌড়িতে প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

preperatory meeting | newsfront.co
প্রস্তুতি সভা। নিজস্ব চিত্র

জেলা তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নন্দীগ্রামে কয়েকলক্ষ কর্মী- সমর্থক হাজির হবেন।তাই ইতিমধ্যেই আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিরোধীদের একইঞ্চিও জমি ছাড়তে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল। প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি নন্দীগ্রামে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মমতার সভার পরের দিন ১৯ জানুয়ারি খেজুরির বিদ্যাপীঠে পাল্টা সভা করা হবে।

আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ভগবানগোলায়

তৃণমূল নেত্রীর সমস্ত বক্তব্যের পাল্টা জবাব দেবে বলে জানান শুভেন্দু অধিকারী। এই দিনের তৃণমূলের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, বিধায়ক অর্ধেন্দু শেখর মাইতি, বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, বিধায়ক জ্যোতির্ময় কর, বিধায়ক সংগ্রাম দোলুই, জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুপিয়ান, জেলা কোর কমিটির সদস্য মামুদ হোসেন, হাবিবুর রহমান, দেশপ্রাণ ব্লকের সভাপতি তরুণ জানা প্রমুখ।

আরও পড়ুনঃ পাঠকদের স্বার্থে আয়োজিত বইমেলায় নেই পূর্বের মত জৌলুস

পাশাপাশি ঐদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সভা থেকে সাধারণ মানুষের লক্ষ্যে কি বার্তা দেন, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি তোপ দাগেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সারা বাংলার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষণ কারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here