জাজিগ্রাম বিআইটি কলেজের ছাত্রী নিবাসের জন্য বরাদ্দ হলো অর্থ

0
47

শ্যামল রায়,কাটোয়াঃ

কাটোয়ার মধ্যে অবস্থিত বিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী নিবাসের জন্য সরকার থেকে বরাদ্দ হয়েছে এক কোটি ৪০ লক্ষ টাকা।

preparing the hostel | newsfront.co
ছবিঃ প্রতীকী

বৃহস্পতিবার কলেজের পরিচালনা কমিটির সভাপতি রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে, “দীর্ঘদিন ধরে দাবি ছিল এই বিআইটি কলেজে একটি ছাত্রীনিবাস তৈরি করা হোক।

সেই দাবি আজ বাস্তবায়িত হতে চলেছে। বরাদ্দ করা হয়েছে ওই টাকা।স্বপন দেবনাথ আরো জানিয়েছে যে কলেজের ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য ১১ জন আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হবে।”

ইতিমধ্যে পরিচালন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না।কলেজের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের জন্য সমস্ত রকম পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।এখানে ছাত্রদের জন্য আবাসন থাকলেও ছিল না ছাত্রীদের জন্য কোন নিবাস।

তাই ছাত্রী নিবাস তৈরি হলে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে পড়তে আসা ছাত্রীদের থাকার জন্য আর কোনরকম সমস্যা হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য,এই বিআইটি কলেজে নানারকম দূর্নীতির অভিযোগ রয়েছে।পঠন-পাঠন নিয়েও নানা ধরনের অভিযোগ রয়েছে।যদিও অভিযোগ মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here