সুদীপ পাল,বর্ধমানঃ
স্পর্শকাতর বুথের তালিকা তৈরি করল বর্ধমান জেলা প্রশাসন।জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অনুরাগ শ্রীবাস্তব বলেন, প্রতি সপ্তাহে স্পর্শকাতর বুথের তালিকা তৈরি হচ্ছে। কোন ব্যক্তি কোন বুথে গোলমাল করতে পারে, সেই অনুমান করে ভালনারেবল ম্যাপিং বাই রিটার্নিং অফিসার (ভিএমআরও) রিপোর্টও তৈরি করা হয়েছে। ২২২ নম্বর স্বস্তিপল্লি অবৈতনিক প্রাথমিক স্কুল, ২২৬ নম্বর গাংপুর অবৈতনিক প্রাথমিক স্কুল, হাটগোবিন্দপুর মানগোবিন্দ চৌধুরী উচ্চ মাধ্যমিক স্কুলে ১৬০, ১৬১ ও ১৬২ নম্বর তিনটি বুথকেই স্পর্শকাতর হিসেবে রিপোর্ট দিয়েছে প্রশাসন।
‘বিপজ্জনক ভোটার’ হিসেবে চিহ্নিত করার কাজ চলছে।ভোটে এরা প্রভাব ফেলতে পারে ব্যাপকভাবে।তা দেখা হচ্ছে অতীতের রেকর্ড দেখে।যেমন ১৬১ নম্বর বুথে দশরথ হেমব্রম এবং হেমা প্রামাণিককে বিপজ্জনক ভোটার এবং অক্ষয় ভট্টাচার্যকে ভোটগ্রহণ কেন্দ্রে সম্ভাব্য হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
আরও পড়ুনঃ মোদী নাটক করছে,কোচবিহারের সভায় মমতার মত
প্রসঙ্গত উল্লেখ্য,পূর্ব বর্ধমান জেলায় ১৬টি বিধানসভা এলাকার মধ্যে মোট ২৯৬৭পোলিং প্রেমিসেস।তার মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪৪৫৮টি। তবে এই অভিযোগও উঠছে বিপজ্জনক ভোটার হিসেবে অনেকক্ষেত্রে বিরোধী দলের নেতা-কর্মীদের বেছে বেছে সিআরপিসি-র ১০৭ ধারা ইস্যু করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584