নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
বিজেপির সাথে যোগসাজস রয়েছে এই অভিযোগে বৈঠকে যোগ দিতে এসে এক পঞ্চায়েত সমিতির সদস্যকে ধমক দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।আর এই ধমক খাওয়ার পরেই পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে ইস্থফা দিলেন গোপীবল্লপুর দুই ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি।
লোকসভা নির্বাচনে গণনার আগের দিন বুধবার গোপীবল্লভপুর দুই ব্লকের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কালিপদ শূর পঞ্চায়েত সমিতির সদস্যপদ থেকে ইস্তফা দেন।
আরও পড়ুনঃ বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
যদিও তিনি ইস্তফা দিয়ে অন্য কোন দলে যোগদান করছেন না বলে জানিয়েছেন।তৃণমূলের একজন সদস্য হিসেবে দলের কাজ করতে চান বলে জানিয়েছেন কালিপদ বাবু।এদিন পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েই বিকেলে গোপীবল্লভপুর দুই ব্লকের নিজের বুথ জুনশোলা থেকে বিজেপি এক বুথ নেতাকে তৃণমূলে যোগদান করান বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584