খারাপ আবহাওয়া তাই কার্গিল বিজয় দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধাজ্ঞাপন গুলমার্গে, টুইটে শ্রদ্ধা জানালেন রাহুলও

0
67

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

Ram Nath Kovind
সৌজন্যেঃ এনডিটিভি

আবহাওয়া খারাপ থাকার কারণে ‘কার্গিল বিজয় দিবস’ উদযাপনের জন্য কার্গিলের পরিবর্তে গুলমার্গে ওয়ারফেয়ার স্কুলে ১৯৯৯ সালের ভারত-পাক যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার চার দিনের জম্মু ও কাশ্মীর, লাদাখ সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

সোমবার সকালে একটি টুইটে কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার বীরত্ব প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। ভারত এই দিনটিকে ‘অমৃত দিবস’ হিসেবে উদযাপন করবে। কার্গিল বিজয় দিবসে কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি টুইট করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

কার্গিল বিজয় দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। সেনা প্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া, নৌ সেনা প্রধান ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ নিজের বাড়িতে বসবাস করার অধিকার আছে প্রবীণ নাগরিকদের, বাড়ি থেকে বিতাড়িত হতে পারেন পুত্র-পুত্রবধূ

২৬ জুলাই, ‘কার্গিল বিজয় দিবস’ বিশেষভাবে উদযাপন করা হয় কার্গিল ও রাজধানী দিল্লিতে। দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর ২৬ জুলাই ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতিতে কার্গিল যুদ্ধের নায়কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কার্গিল বিজয় দিবসের ২২ বছর পূর্তিতে এবছর দুদিনের একটি মোটর বাইক র‍্যালি-র আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here