নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আবহাওয়া খারাপ থাকার কারণে ‘কার্গিল বিজয় দিবস’ উদযাপনের জন্য কার্গিলের পরিবর্তে গুলমার্গে ওয়ারফেয়ার স্কুলে ১৯৯৯ সালের ভারত-পাক যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার চার দিনের জম্মু ও কাশ্মীর, লাদাখ সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
We remember their sacrifices.
We remember their valour.
Today, on Kargil Vijay Diwas we pay homage to all those who lost their lives in Kargil protecting our nation. Their bravery motivates us every single day.
Also sharing an excerpt from last year’s ’Mann Ki Baat.’ pic.twitter.com/jC42es8OLz
— Narendra Modi (@narendramodi) July 26, 2021
সোমবার সকালে একটি টুইটে কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার বীরত্ব প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। ভারত এই দিনটিকে ‘অমৃত দিবস’ হিসেবে উদযাপন করবে। কার্গিল বিজয় দিবসে কার্গিল যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি টুইট করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
On Kargil Vijay Diwas, a grateful nation acknowledges the gallantry of our Armed Forces on the heights of Kargil in 1999.
We salute the grit and valour of those who defended India, and record our everlasting debt to those who never returned.
Jai Hind! 🇮🇳 #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 26, 2019
কার্গিল বিজয় দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে কার্গিল যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। সেনা প্রধান এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া, নৌ সেনা প্রধান ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
আরও পড়ুনঃ নিজের বাড়িতে বসবাস করার অধিকার আছে প্রবীণ নাগরিকদের, বাড়ি থেকে বিতাড়িত হতে পারেন পুত্র-পুত্রবধূ
Delhi: Defence Minister Rajnath Singh and Minister of State for Defence, Ajay Bhatt pay tribute at National War Memorial on the occasion of #KargilVijayDiwas2021 pic.twitter.com/rTjTOl6JMS
— ANI (@ANI) July 26, 2021
২৬ জুলাই, ‘কার্গিল বিজয় দিবস’ বিশেষভাবে উদযাপন করা হয় কার্গিল ও রাজধানী দিল্লিতে। দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর ২৬ জুলাই ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতিতে কার্গিল যুদ্ধের নায়কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কার্গিল বিজয় দিবসের ২২ বছর পূর্তিতে এবছর দুদিনের একটি মোটর বাইক র্যালি-র আয়োজন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584