ওয়েবডেস্কঃ
মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে
জরুরী অবস্থা জারি হল মার্কিন মুলুকে। মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য তাঁর চাওয়া ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার না পেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার শুক্রবার করে দেশে জরুরী অবস্থা জারি করেন।
Here’s what could happen now that President Donald Trump has declared a national emergency to get his border wall. pic.twitter.com/ugCIVyfiBQ
— HuffPost (@HuffPost) February 15, 2019
অবৈধ অভিবাসন রুখতে সীমান্তে স্থায়ী দেওয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সেই দেওয়াল তোলার জন্য তিনি মার্কিন কংগ্রেসের কাছে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার চেয়েছিলেন। ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা যায়। পরে এই নিয়ে টানা ৩৫ দিন অচলাবস্থা সৃষ্টি হয়। সাম্প্রতিক মার্কিন কংগ্রেস দেওয়াল নির্মাণের জন্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করার প্রস্তাব দেয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তা মনঃপূত না হওয়ায় তিনি তাঁর এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার করে শুক্রবার জরুরী অবস্থা ঘোষণা করেন।
আরও পড়ুনঃহুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প, স্বস্তির নিঃশ্বাস মার্কিন মুলুকে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘ক্ষমতা ও আইনের অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন বিরোধীরা।
(ফিচার ছবি-Alzajira)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584