ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
নভেল করোনাভাইরাস নিয়ে চিনের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে হু কে হুমকি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু হুমকিই নয় তার সঙ্গে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
President Trump said he was looking into putting a hold on the U.S. contribution to the @WHO, claiming ‘they've been wrong about a lot of things’ related to the coronavirus and accusing it of being too China-centric pic.twitter.com/whkUDJ743w
— Reuters (@Reuters) April 8, 2020
তিনি মন্তব্য করেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রচুর পরিমাণ অর্থ সাহায্য করে আমেরিকা। কিন্তু একের পর এক ভুল করছে তারা। ফান্ড বন্ধ করার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করব।”
ট্রাম্পের বক্তব্য চিনই করোনা ভাইরাসের জন্য দায়ী। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) সংক্ষেপে ‘হু’ আগে থেকে কোন সতর্কবার্তা বা ভাইরাস প্রতিরোধের কোন পরামর্শ দেয়নি। হু যদি সঠিক তথ্য সঠিক সময় দিত তাহলে এই দুর্দশা হত না।ইতিমধ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যু হয়েছে প্রায় ১২ হাজার মানুষের।
(ফিচার ছবি: সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584