নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনার প্রভাবে লকডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের খাবার দিয়ে বাংলা বছরের প্রথম দিনটি উৎযাপন করল প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের ময়দান তাঁবুতে পয়লা বৈশাখ মঙ্গলবার থেকে শুরু হলো রান্না করা খাবার বিতরণ। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত সেবাশ্রম সংঘ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সত্যামিত্রানন্দ। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে অভিনব উদ্যোগে নতুন বছরকে এইভাবে স্বাগত জানালো প্রেস ক্লাব। আজ প্রায় দুইশতাধিক মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়।
আরও পড়ুনঃ জনবহুল এলাকায় ফেস সিল মাস্ক ব্যবহার শুরু কলকাতা পুলিশের
লকডাউনের সময় সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এই ব্যবস্থা চালু থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।স্বামী সত্যমিত্রানন্দ বলেন, ভারত সেবাশ্রমের পক্ষ থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন প্রায় ৩০ হাজার নিরন্ন মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে।দুদিনের মধ্যে মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হবে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584