ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-
‘গণতন্ত্র বিপন্ন। সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক চলছে না।’-এই মন্তব্য খোদ সুপ্রিম কোর্টের চার জ্যেষ্ঠ বিচারপতির।
শুক্রবার নজিরবিহীন সংবাদ সম্মেলন ডাকেন বিচারপতি জে চেলামেশ্বর। প্রধান বিচারপতি দীপক মিশ্রের পরে সুপ্রিম কোর্টের দ্বিতীয় জ্যেষ্ঠতম বিচারপতি তিনি। তাঁর বাড়িতেই সংবাদ সম্মেলনে হাজির ছিলেন বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লকুর এবং বিচারপতি ক্যুরিয়েন জোসেফও।
কী কারণে তাঁদের এই নজিরবিহীন পদক্ষেপ? বিচারপতি চেলামেশ্বর বলেছেন, ‘দেশের ইতিহাসে এটা একটা অস্বাভাবিক ঘটনা। এরমধ্যে কোনও খারাপ কিছু নেই। আমরা এটা করতে বাধ্য হয়েছি। সুপ্রিম কোর্ট ঠিকভাবে চলছে না।’
এদিকে প্রধান বিচারপতির বিরুদ্ধে ওই চার বিচারপতির বৈঠকের পরেই আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাজে যে তাঁরা অসন্তুষ্ট, তা গোপন না করেই চেলামেশ্বর বলেন, ‘দেশ এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমরা ঋণী। এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে প্রধান বিচারপতি যাতে পদক্ষেপ করেন তা নিয়ে বোঝাতে গিয়েছিলাম। আমরা ব্যর্থ হয়েছি।’
তবে কর্মরত অবস্থায় ভারতের বিচারপতিদের সাংবাদিকদের মুখোমুখি হওয়ার এমন ঘটনা আগে ঘটেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584