নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
ব্যাঙ্কিং ক্ষেত্রে বড়সড় সংস্কারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।দেশের মোট ২৭ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তিকরনের পরে ১২ টি ব্যাঙ্কে পর্যবসিত হবে বলে জানা যায়।
একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ করা হচ্ছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও উইনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক সৃষ্টির সিদ্ধান্ত জানালেন নির্মলা সীতারমণ। প্রস্তাবিত দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কটির মোট ব্যবসার পরিমাণ হবে ১৭.৯৫ লক্ষ কোটি টাকা। সারা দেশে এই ব্যাঙ্কের ১১,৪৩৭টি শাখা হবে ঘোষণা করা হয়।
অপরদিকে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্কের সংযুক্তিকরণ করে দেশের চতুর্থ বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তৈরির সিদ্ধান্তও এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী। এই প্রস্তাবিত ব্যাঙ্কটি থেকে ১৫.২০ লক্ষ কোটি টাকার ব্যবসা প্রত্যাশা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। যার সঙ্গে পূর্বে গত ১ এপ্রিল সংযুক্তিকরণ ঘটেছে দেনা ও বিজয়া ব্যাঙ্কের।
আরও পড়ুনঃ ডাক্তার নিগ্রহ, গ্রেফতার রোগীর পরিজন
ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ককেও সংযুক্তিকরণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এটি হবে দেশের পঞ্চম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যার বার্ষিক ব্যবসার পরিমাণ হবে ১৪.৫৯ লক্ষ কোটি টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584