নিজস্ব সংবাদদাতা, কোলকাতাঃ
বাংলা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে এখনও পর্যন্ত ছত্রিশ জনের মৃত্যু হয়েছে। ৩ এপ্রিল থেকে আজ অবধি সব রাজনৈতিক দলের মৃত কর্মীদের মিলিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এই সরকার বারবার দাবি করে তারা নাকি সংখ্যালঘু দরদি। কিন্তু, এই তালিকাতেই উঠে এসেছে এখনও পর্যন্ত বাইশজন সংখ্যালঘু মারা গিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের কয়েকঘণ্টা আগে রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন মুকুল রায়।
তিনি আরও আক্রমণ করে বলেন বাংলায় আজ
বারুদের গন্ধ,বাংলা রক্তাক্ত , মাত্র ৬৬ শতাংশ আসনে পঞ্চায়েত নির্বাচন ,এই প্রথম বাংলাতে পূর্ণাঙ্গ নির্বাচন হল না এই ব্যর্থতা রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের।
দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে
নির্বাচন শেষ না হওয়া যতক্ষণ গায়ে শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ অবধি বুথ কামড়ে পড়ে থাকার পরামর্শ দেন।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584