মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
জুন মাসের শুরুতেই দাম বাড়ল রান্নার গ্যাসের। মাথায় হাত মধ্যবিত্তদের। কলকাতায় ভুর্তুকিহীন রান্নার গ্যাসের দাম একলাফে ৩২ টাকা বেড়ে হল ৬১৬ টাকা। তবে প্রধানমন্ত্রীর উজ্বলা যোজনার গ্যাসে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। নয়াদিল্লিতে এই দামবৃদ্ধি সিলিন্ডার পিছু ৬৫ টাকা।
কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই দাম বেড়েছে ৩২ টাকা। মুম্বইয়ে দাম বৃদ্ধি হয়েছে ১১ টাকা এবং চেন্নাইয়ে দাম বৃদ্ধি হল ৩৭ টাকা। তবে প্রধানমন্ত্রীর উজ্বলা যোজনায় ৩০ জুন পর্যন্ত বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়ার কথা বলা হয়েছে। তাই এই প্রকল্পের ওপর দাম বৃদ্ধির কোনো প্রভাব পড়ছে না।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে নিসর্গ, জারি রেড অ্যালার্ট
দেশের সব থেকে বড় তেল শোধনকারী সংস্থা আইওসির তরফ থেকে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে। আর তাই এই মূল্যবৃদ্ধি। একেই দেশজুড়ে চলছে লকডাউন। কাজ হারিয়েছেন বহু মানুষ। এর মধ্যে আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। আর এতেই কপালে ভাঁজ পড়েছে আমজনতার।
একদিকে হু হু করে বাড়ছে চাল-ডাল-সবজির দাম। বাজার এখন অগ্নিমূল। এবার ধাক্কা লাগল জ্বালানিতেও। গত মাসে অনেকটাই কমে ছিল গ্যাসের দাম। ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল মধ্যবিত্ত। কিন্তু নতুন মাস পড়তেই উধাও সেই স্বস্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584