ভারতে রফতানি বন্ধের খবরে বাংলাদেশে পেঁয়াজের মূল্য রাতারাতি সেঞ্চুরি

0
81

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিলো ব্যবসায়ীরা। রাতে খবর জানার পর ১৫ সেপ্টেম্বর সকাল থেকেই পেঁয়াজের মূল্য দ্বিগুন হয়ে ৩০ টাকার পেঁয়াজের দাম হয় ৬০ থেকে ৭০ টাকা। বিকেল নাগাদ সেই মূল্য গিয়ে ঠেকেছে ১০০ তে। বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এর চেয়েও বেশি মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

Onion export | newsfront.co
প্রতীকী চিত্র

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল রফতানি বন্ধ করে দেয় ভারত। এরপর ২৪ ঘণ্টা পার না হতেই দেশে পেঁয়াজের বাজারে এমন অস্থিরতা শুরু হয়েছে। পূর্বেকার এ ধরনের পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, আগামী দু-এক দিনে পেঁয়াজের দাম দুশ’ বা তার চেয়েও বেশি হতে পারে।

আরও পড়ুনঃ বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক আনাগোনা, মিয়ানমারের দূতকে তলব

গত বছরও ঠিক একই সময়ে সেপ্টেম্বর মাসে আকস্মিক বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। তখন হু হু করে দাম বেড়ে পেঁয়াজের কেজি ৩শ’ টাকা পর্যন্ত হয়। এবারও সেই সেপ্টেম্বরেই ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলো।

আরও পড়ুনঃ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি

এদিকে, পেঁয়াজের দাম আবারও অস্বাভাবিক হয়ে উঠতে পারে- এমন শঙ্কায় মানুষ বাড়তি পেঁয়াজ কেনা শুরু করে দিয়েছে। আজ মঙ্গলবার রাজধানী ঢাকার বিভিন্ন খুচরো বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা ভারতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা।

অথচ গতকাল দেশি পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪২ টাকা। খুচরো ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। গতকাল পাইকারিতে যে দেশি পেঁয়াজের কেজি ৫০ টাকা ছিল তা আজ ৭৫ থেকে ৮০ টাকা হয়ে গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here