বিধাননগর বাজারে আকাশ ছোঁয়া সবজির দাম, মাথায় হাত ক্রেতাদের

0
28

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজারে সবজির দাম ছিল আকাশ ছোঁয়া। যার কারণে মাথায় হাত ক্রেতাদের। অপরদিকে সামাজিক দূরত্ব সিকিয়ে। এই বিষয়ে এক ক্রেতা সুমন মন্ডল বলেন যে প্রতিদিনের তুলনায় এদিন সবজির দাম ছিল খুবই চড়া।

Market | newsfront.co
নিজস্ব চিত্র

কারণ পটলের দাম থাকে ৪০ টাকা কিন্তু আজকে ৮০ টাকা,মুলো ৩০ টাকা থাকে এখন ১০০ টাকা। যার কারণে পকেটে টান পড়েছে। আর তার উপর আবার লকডাউন। এমনিতেই আগের মতো আর এখন রোজগার নেই। এই ভাবে সবজির দাম বাড়তে থাকলে তো আরও বেশি সমস্যায় পড়বো। এবং আগামী যেহেতু লকডাউন আছে তার জন্য এই দাম সবজির।

আরও পড়ুনঃ সেফ হোম ঘিরে বিক্ষোভ শিলিগুড়িতে

আর এক সবজি ক্রেতা বলেই বসলেন যে সবজির দামতো চড়া। তার সাথে সাথে বাজারে এখন এতো মানুজন ভীড় করছে কি আর বলবো। একে আরেকের গায়ের উপরে উঠে যাচ্ছে। এমনকি কেউ কেউ মাস্কও পরেনি। তাই প্রশাসনের কাছে আবেদন বিষয়টি দেখুক।

আরও পড়ুনঃ বীরভূমে অকারণে বাড়ি থেকে বেরিয়ে গ্রেফতার ২২৪ জন

অপরদিকে এই বিষয়ে এক সবজি বিক্রেতা সমীর সরকার বলেন যে আজকে সবজির দাম একটু বেশি। কারণ কালকে লকডাউন ছিল। এবং আগামীকাল লকডাউন আছে যার কারণে মাল আসেনি তেমন। আর বৃষ্টি ও লকডাউন দুই থাকার কারণে এই দশা। আমাদের এখন বেশি দামে সবজি কিনতে হচ্ছে এবং একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here