ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
আনলক শুরু হতেই পেট্রল ও ডিজেলের দাম তাল মিলিয়ে বেড়েই চলেছে। আজ নিয়ে টানা ১৪ দিন এইচপিসিএল, বিপিসিএল, আইওসি পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে ।
আজ দিল্লিতে পেট্রল ও ডিজেলের লিটার পিছু দাম বেড়েছে যথাক্রমে ৫১পয়সা ও ৬১ পয়সা। এই বৃদ্ধির ফলে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম দিল্লিতে যথাক্রমে ৭৮.৮৮ টাকা, ৭৭.৬৭ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে কলকাতায় আজ লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০.৬২ ও ৭৩.০৭টাকা।
আরও পড়ুন:দেশে একদিনে করোনা আক্রান্ত ১৪৫১৬
উত্তরোত্তর জ্বালানি তেলের দামের বৃদ্ধিতে ক্ষুব্ধ আমজনতা। তবে কেন্দ্র চুপ।বিশ্ববাজারে তেলের দাম যখন তলানিতে তখন জ্বালানি তেলের উপর আন্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয় মোদি সরকার। লিটার প্রতি পেট্রোলে ১০ টাকা ও ডিজেলে ১৩টাকা। এই শুল্ক বসানোর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমার কোন সুবিধাই পায়নি সাধারণ জনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584