কৃষকদের সমর্থন জানিয়ে সরকারের ‘অত্যাচারে’র প্রতিবাদে আত্মঘাতী শিখ ধর্মগুরু

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে উত্তাল গোটা দেশ। এবার চাঞ্চল্যকর মোড় নিল এই কৃষক বিদ্রোহ। কৃষকদের সমর্থন জানিয়ে সরকারের ‘অত্যাচারে’র প্রতিবাদে সিংঘু সীমানার কাছে কুন্দলিতে গুলি করে আত্মঘাতী হন হরিয়ানার কারনালের গুরুদ্বারের শিখ ধর্মগুরু সন্ত বাবা রাম সিং। বয়স ৬৫।

Sant Baba Ram Singh | newsfront.co
প্রতীকী চিত্র

উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট। নিজের লাইসেন্সড রিভলভার দিয়ে গুলি চালান ওই ব্যক্তি। কুন্দলি থানার এসএইচও রবি কুমার জানান, ‘শিখ ধর্মগুরুর সহযোগীরা জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে, তদন্ত চালানো হচ্ছে’।

আরও পড়ুনঃ মোদী ভগবান! আসামে ‘বিদেশি’ তকমা নিয়েই প্রয়াত শতায়ু বৃদ্ধ

সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘‘কৃষকদের যন্ত্রণা দেখেছি। নিজেদের অধিকারের জন্য আজ ওঁরা রাস্তায় দাঁড়িয়েছে। আমি খুবই ব্যথিত। সরকার কৃষকদের সঙ্গে কোনও ন্যায় করছে না। এটা অন্যায়। কারও উপর অত্যাচার চালানো পাপ, অত্য়াচার সহ্য করাও পাপ।

লোকেরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে কেউ কেউ পুরস্কার ফিরিয়েছেন। কৃষকদের সমর্থন জানিয়ে আমি আমার জীবন দিচ্ছি। সরকারের অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে এটা একটা আওয়াজ। কঠোর পরিশ্রমী কৃষকদের সমর্থনে এটা একটা আওয়াজ’’।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলন ঘিরে টেলিকম সংস্থার কর্পোরেট যুদ্ধ

উল্লেখ্য, কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভ ২২ দিনে পড়ল। সোমবার ৩২টি কৃষক ইউনিয়নের প্রধানরা অনশনে বসেন। এর আগে, একাধিকবার সরকারের সঙ্গে কৃষকরা বৈঠকে বসলেও জট কাটেনি। এহেন পরিস্থিতির মধ্যেই কৃষকদের সমর্থন জানিয়ে শিখ ধর্মগুরুর আত্মহত্যার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here