জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের অধীনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু কান্দি পৌরসভায়

0
67

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি জেমো রাজবাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় পৌর মিশনের অধীনে পৌর স্বাস্থ্যকেন্দ্র চালু করা হল শুক্রবার থেকে। গত ৮ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন বহরমপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই স্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের জন্য চালু করা হলো কান্দি পৌরসভার পক্ষ থেকে।

Kandi health center
নিজস্ব চিত্র

জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের অধীনে কান্দি পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু করার পাশাপাশি জেমো এলাকায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয় এদিন।

TMC Sabha
নিজস্ব চিত্র

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশিস চ্যাটার্জী, কান্দি পৌরসভার সহকারী পৌর প্রশাসক দেবল দাস, কান্দি মহকুমা হাসপাতালের অধীক্ষক ডাঃ প্রনব কুমার মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here