নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশ মেনে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সার্কেল কমিটির উদ্যোগে শুক্রবার থেকে ইসলামপুরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে পাঠদান শুরু করা হল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলকমল দাস, ইসলামপুর টাউন তৃণমূল সভাপতি মানিক দত্ত, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর সার্কেল সভাপতি রণদীপ সরকার, কার্যকরী সভাপতি নিপুণ দাস, সাধারণ সম্পাদক ধীরেন দাস, সম্পাদক মৌসুমী নন্দী, রেখা রায়, কোষাধ্যক্ষ কৌশিক সাহা।
আরও পড়ুনঃ করোনা পুজোয় মাতলেন মহিলারা
শুক্রবার স্থানীয় মিলনপল্লী লাগোয়া শিমুলতলা গ্রামে পাঠদান করানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে খাতা রং পেন্সিল তুলে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষে মৌসুমী নন্দী জানিয়েছেন, এখন থেকে সপ্তাহে তিন দিন করে শুরু হচ্ছে শিক্ষাদান পর্ব। ধীরে ধীরে বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে দেওয়া হবে।
দলীয় নেতৃত্বরা জানান, এটি একটি সঠিক পদক্ষেপ। দীর্ঘদিন ধরে পড়ুয়ারা পঠন পাঠন থেকে দূরে সরে রয়েছে। তাই এই মুহূর্তে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584