বুধবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিঃ মুখ্যমন্ত্রী

0
139

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগের সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে চাইছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই হাইকোর্টে ২০১২-২০১৬ মধ্যবর্তী সময়ের সমস্ত নিয়োগ বাতিল করা হয়েছে। সেই কারণে এবার দ্রুত এসএসসির চেয়ারম্যান নিয়োগ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর রাজ্য প্রশাসন। তাই বুধবারই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার নোটিশ বেরোবে বলে দিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

ভোটের আগে নিজস্ব জেলা স্থানান্তর নিয়ে পুলিশ থেকে শিক্ষক অনেকেই আবেদন করেছিলেন। কিন্তু জেলাভিত্তিক কতগুলি পথ না থাকায় যতটা সম্ভব তা করে দেওয়া হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ”আমরা পুলিশকে বলেছিলাম হােমগার্ড থেকে শুরু করে যারা আছেন, যাঁদের ১৫ বছর হয়ে গেছে পােস্টিং , তাদের হােম ডিস্ট্রিক্টে আমরা ট্রান্সফার করব। ৫০ হাজার আবেদন এসেছিল। আমরা ৩৫ হাজার করে দিয়েছি। ৩৪৫ জন মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের এক এক জনকে চাকরি দেওয়া হবে।

আরও পড়ুনঃ ট্যাব কেনার টাকা সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষকদের নিজের জেলায় বদলির জন্য ১০১৬৩ আবেদন এসেছিল। ৬৩৬৬ জনের অনুমােদন হয়ে গেছে। ৬৬% জেলায় বদলির কাজও হয়ে গিয়েছে। প্রাইমারি শিক্ষক নিয়ােগের ক্ষেত্রে বুধবার প্রাথমিক বাের্ড রিক্রুটমেন্ট নােটিস দেবে। ইন্টারভিউ হবে ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেট এক্সাম হবে। যারা প্রথম দুটি বারে উত্তীর্ণ হতে পারেননি তারা তৃতীয় বার টেট উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন। তবে তারা ভোটের আগে নিয়োগ পাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বারোই জানুয়ারিতে তিন দিনের বঙ্গ সফরে ফের কলকাতায় আসছেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর উদ্দেশে এদিন তিনি ফের বলেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর জেনে নিয়ে কথা বলা উচিত। বাংলা মানে খারাপ রাজ্য বুঝিয়ে গেছেন। অমিত শাহ কোথায় ছিলেন ১১ বছর আগে ? তখন বাংলার চেহারা কী ছিল ? বাংলা এখন ঝকঝক চকচক করছে । দারিদ্র্য দূরীকরণে বাংলা ১ নম্বর। ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বর । রুরাল হাউজিং , রুরাল রােড , মাইনরিটি ডেভলপমেন্টেও এক নম্বর । এগুলাে কেন্দ্রের রিপাের্ট, ওনাদের দফতরের দেওয়া রিপোর্ট। কে মিথ্যে কথা বলছে , রিপাের্ট না উনি?

জিডিপি নিয়ে অনেক কথা বলেছেন। কিন্তু দেশের জিডিপি ৪.৮০ % , বাংলায় ৭.২৮ %। এফডিআই গ্রোথ আমাদের সময়ে ৭৩৬ % বেড়েছে, ২২ হাজার কোটি এফডিআই এসেছে আমাদের রাজ্যে। হাথরাসের ঘটনা নিয়ে ওনার মুখ বন্ধ , অথচ বাংলায় কোনও ঝামেলা হলেই সেটাকে পলিটিক্যাল মার্ডার বলা হচ্ছে।

আরও পড়ুনঃ তৃণমূল কোম্পানিতে পরিণত হয়েছে- কেতুগ্রামে নব্য বিজেপি নেতা শুভেন্দুর তোপ

বাংলায় স্কুলে ড্রপআউট কমেছে। ৯৯.৯৬ স্কুলে ইলেক্ট্রিসিটি আছে। ১০০ শতাংশ স্কুলে টয়লেট আছে। আমরা ট্যাব দেব বলেছিলাম । আমার সাড়ে ৯ লক্ষ ট্যাব দরকার ছিল। কিন্তু চাইনিজ ট্যাব এখন বন্ধ আছে কেন্দ্রের নির্দেশে। তাই টেন্ডারিং করেও এক – দেড় লাখের বেশি পাইনি আমরা। তাই ১০ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দিয়ে দেব। ট্যাব কিনবে বা স্মার্ট ফোন কিনে নেবে। আমায় একটা রাজ্য দেখান, যেখানে চিকিৎসায় এত সুবিধা পাওয়া যায়। পাহাড় , জঙ্গলমহল শান্ত । ৯০ হাজার কিলােমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here