শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
আজ ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রায় ১৩০ জন প্রার্থী নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দিলেন মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে। তাদের দাবি, তারা প্রত্যেকেই টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থী হওয়া সত্ত্বেও দ্বিতীয়বার ইন্টারভিউ দিয়েও তাদের মেধাতালিকা জায়গা হয়নি।

তারা জানান, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধানসভা ভোটের আগে ২০২০ সালের নভেম্বর মাসে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন প্রাইমারি ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রায় ২০ হাজার প্রশিক্ষিত প্রার্থী রয়েছে। তাদের মধ্যে ১৬৫০০ জনকে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে নিয়োগ করা হবে এবং বাকিদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে মেধাতালিকা প্রকাশিত হলে দেখা যায় সেখানে মাত্র ১২ হাজার প্রার্থীর নাম রয়েছে।

দেখা যাচ্ছে প্রায় ৭ থেকে ৮ হাজার প্রার্থী মেধাতালিকার বাইরে রয়েছেন। তারা আরো অভিযোগ করেন, মাননীয়া মুখ্যমন্ত্রী সবাইকে নিয়োগের কথা বললেও পর্ষদ এখানেই নিয়োগ সম্পন্ন করতে চাইছে।
আরও পড়ুনঃ জলঙ্গিতে দুয়ারে সরকার ক্যাম্পে কোভিড সচেতনতা ও মাস্ক বিলি
২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ প্রশিক্ষিত নন ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে পর্ষদে বারবার যোগাযোগ করা হলেও সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি। তারা প্রতি মাসে টুইট কর্মসূচি, ইমেইল কর্মসূচি ও চিঠি কর্মসূচির মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সেখান থেকেও কোনো আশানুরূপ ফল না আসায় তারা এখন প্রতিটি জেলায় ডি.এম অফিসে নিয়োগের দাবিতে ডেপুটেশন কর্মসূচি শুরু করেছে।
আরও পড়ুনঃ কান্দি পৌরসভার নতুন পৌর প্রশাসক হলেন দেবাশীষ চ্যাটার্জী
মুখ্যমন্ত্রীর কাছে তাদের কাতর আবেদন এই যে যোগ্য হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত। তাদের অনেকেরই চাকরির বয়স শেষের দিকে। তাই বাংলার মুখ্যমন্ত্রী যেন সকল প্রার্থীকে পুজোর আগে নিয়োগ করে তাদের এই জীবন যন্ত্রনা থেকে মুক্তি দেন, এই আর্জি জানিয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584