নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গড়িয়াহাট জোড়া খুনের তদন্তে বড় সাফল্য পেলো কলকাতা পুলিশ। খুনের ষড়যন্ত্রের অন্যতম প্রধান মাথা ভিকি হালদারকে মুম্বই থেকে সোমবার গ্রেফতার করল পুলিশ, গ্রেফতার করা হয়েছে ভিকির সঙ্গী শুভঙ্কর মণ্ডলকেও।
এই ঘটনার অন্যান্য অভিযুক্ত ভিকির মা মিঠু এবং আরও তিন জনকে আগেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে জাহির গাজি এবং বাপি মণ্ডল নামে আরও দু’জনের খোঁজ মেলে। তার পরই এই দু’জনের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় অভিযান চালায় পুলিশ তবে সেখানে ভিকিকে পাওয়া যায়নি। অবশেষে মুম্বই থেকে পুলিশ গ্রেফতার করলো ভিকিকে।
বৃহস্পতিবার রাতে পাথরপ্রতিমার জি-প্লটে বুড়াবুড়ির তট থেকে প্রথমে বাপিকে আটক করে পুলিশ। এরপর রাতভর তল্লাশি চালিয়ে জাহিরকে নিকটবর্তী একটি দ্বীপ থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গড়িয়াহাটের কর্পোরেট-কর্তা সুবীর চাকীকে খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এই দু’জন।
আরও পড়ুনঃ ইসলামপুরে পুরনো বিবাদের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬, ধৃত বিজেপি সভাপতি
বাপির স্ত্রী বন্দনার দাবি, যাঁকে খুন করা হবে, তাঁর হাত-পা ধরে রাখার জন্য বাপি-সহ তিন জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার টোপ দিয়ে নিয়ে গিয়েছিলেন মিঠু। কিন্তু বাপিকে কোনও টাকা দেওয়া হয়নি বলে দাবি বন্দনার। অন্য দিকে, জাহিরকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর বোন নুরজাহান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584