ওয়েব ডেস্ক, নিউজফ্রন্টঃ
দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, সেই আবহে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন এখনই লকডাউনের কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের। কঠোরভাবে করোনা বিধি মেনে চলার আবেদন করেছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের আস্বস্ত করে তিনি বলেছেন, তাঁরা যে রাজ্যে রয়েছেন যেন সেখানেই থাকেন; সে রাজ্যেই তাঁরা ভ্যাকসিন পাবেন। ট্র্যাকিং, ট্রেসিং, আইসোলেশন- এটাই এখন সংক্রমণ প্রতিরোধের উপায়, বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে টিকাকরণ চালিয়ে যেতে হবে।
জাতির উদ্দেশ্যে মোদি যা যা বললেনঃ
- ● করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে কঠিন লড়াই লড়ছে দেশ।
● স্বজনহারাদের সমবেদনা জানান তিনি।
● অক্সিজেনের সঙ্কট কার্যত মেনে নিয়ে প্রধানমন্ত্রী, বলেন সঙ্কট মেটানোর চেষ্টা জারি রয়়েছে।
● ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান ভারতে ভ্যাক্সিনের দাম সবচেয়ে কম।
● গণটিকাকরণ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে সরকার করোনা যোদ্ধা, প্রবীণ নাগরিক-সহ মধ্য বয়স্কদের টিকার আওতায় আনতে পেরেছে। মোট ১২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়়েছে।
● পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে সেকথাও জানান তিনি ।
● হাসপাতাল এবং খোলা বাজারে পাওয়া যাবে উৎপাদনের ৫০% ভ্যাকসিন।
● এছাড়া, করোনার চিকিৎসায় সরকার কি কি করতে পেরেছে তার খতিয়ান দেন প্রধানমন্ত্রী ।
● লকডাউন যে হচ্ছেনা, তাও এদিন স্পষ্ট করে দেন তিনি।
● করোনা বিধি মানতে নাগরিকদের সচেতন করার কাজে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। - ●মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করতে পরামর্শ দিয়েছেন তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584