প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় ধস, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

0
115

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

খালে তলিয়ে গেছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, ক্ষোভে ফুঁসছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের পলাশপাই গ্রাম। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা পলাশপাই এলাকায় পলাশপাই খালের ধারে একমাত্র প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা রাস্তা ধসে তলিয়ে গেছে খালের জলে, যেখানে সেখানে দেখা দিয়েছে ফাটল।

Prime Minister Grameen Road collapses
ধসে যাওয়া রাস্তা। নিজস্ব চিত্র

এছাড়াও বেশ কয়েকটি কৃষি জমিও চলে গেছে খালে, এতেই ক্ষোভ দেখা দিয়েছে দাসপুর, পলাশপাই, আজুরিয়া সহ দশ-বারোটি গ্রামের বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি বারবার প্রশাসনকে জানিও কোন উদ্যোগে নেওয়া হয়নি। জানা যায় কয়েক কোটি ব্যয় করে কয়েক মাস আগে প্রশাসনের উদ্যোগে পলাশপাই খাল সংস্কার করা হয়, তা নিয়ম মেনে করা হয়নি, অবৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার হয়েছে।

Prime Minister Grameen Road collapses
নিজস্ব চিত্র

তাই দেখা দিয়েছে ধস, ফলে গ্রামের একমাত্র প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধিকাংশই রাস্তা তলিয়ে যাচ্ছে, এছাড়াও বেশ কয়েক জায়গায় দেখা দিয়েছে ফাটল। শুধু তাই নয় চাষের জমি ও বাড়ি তলিয়ে যেতে বসেছে, তারা প্রশাসনকে বিষয়টি বারবার জানিয়েছে কিন্তু প্রশাসন উদাসীন এমনি দাবি এলাকাবাসীদের। যদিও এ বিষয়ে ঘাটাল মহকুমার শাসক অসীম পাল বলেন বিষয়টি শুনেছি প্রশাসনের আধিকারিকরা নজর রাখছে, সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here