পশ্চিমবঙ্গ সফর নিয়ে আশাবাদী মোদি, উষ্ণ পোস্ট টুইটারে

0
77

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কলকাতা সফরে এসে খুশি প্রধানমন্ত্রী। অন্তত তাঁর টুইট থেকে এমন বার্তাই প্রকাশ পেল। এ দিন প্রধানমন্ত্রী জানান, আজ এবং আগামীকাল এই দু’দিনের জন্য পশ্চিমবাংলায় উপস্থিত থাকতে পেরে আমি খুশি। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে রামকৃষ্ণ মিশনে যাওয়া নিয়ে আমি খুবই আশাবাদী। এই জায়গাটির একটি আলাদা বিশেষত্ব আছে।

prime minister narendra modi | newsfront.co
চিত্র সৌজন্য: আউটলুক ইন্ডিয়া

এই দু’দিনের সফরে প্রধানমন্ত্রীর, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করার কথা। শনিবার রাজভবনে গিয়ে  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। পাশাপাশি রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক মঞ্চে উপস্থিত থাকবেন মোদি-মমতা।

আরও পড়ুনঃ সফর নিচ্ছিদ্র করতে তৎপর কলকাতা পুলিশ, সরকারি মঞ্চে পাশাপাশি মোদি-মমতা

তাই শহর জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। সিএএ-বিরোধী আন্দোলনের সূত্র টেনে প্রধানমন্ত্রীকে ‘গো ব্যাক’ প্ল্যাকার্ড দেখানো হতে পারে, এমনটা আঁচ করছেন অনেকেই। সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথে ধরনা এবং বিমানবন্দর বা রাজভবন এলাকায় অবরোধ কর্মসূচি। তাই কোনওপ্রকার অপ্রস্তত পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেজন্য আগে থেকে সচেতন রয়েছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here