অধীর চৌধুরীকে ‘ফিট ইন্ডিয়ার’ প্রচারক বলে টোন কাটলেন মোদি, ছাড়লেন না রাহুলকেও

0
73

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে ‘ফিট ইন্ডিয়া’র প্রচারক বলে টোন কাটেন। এদিন রাষ্ট্রপতির ভাষণের উপর চলা বিতর্কে ভাষণের আগে নরেন্দ্র মোদি বলেন, “সংসদে অধীর চৌধুরীকে আমি যখন বলতে দেখি, মনে মনে ক্রীড়ামন্ত্রী কিরণ রিজেজুকে ধন্যবাদ দিই।

narendra modi | newsfront.co
চিত্র সৌজন্যঃ টাইমস অফ ইন্ডিয়া

উনি যে ফিট ইন্ডিয়া প্রকল্প চালু করেছেন, আমাদের সাংসদ অধীর চৌধুরী সেই প্রকল্পের বড় প্রচারক। উনি বক্তৃতাও দেন, সঙ্গে একটু জিমও করে নেন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া প্রকল্পের এমন প্রচার এবং প্রসারণের জন্য অধীর চৌধুরীকেও ধন্যবাদ।”

এই বক্তব্যের উত্তরে পাল্টা নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে অধীর প্রধানমন্ত্রীকে বলেন যে উনি মোদির মতো বিজ্ঞাপন করেন না। যদিও এই বক্তব্য উনি মজা করেই বলেন। লোকসভায় এতে কিছুক্ষণের জন্য মজার পরিবেশ সৃষ্টি হয়। নেট দুনিয়ায় এই ভিডিওটিও ভাইরাল হয় অল্প।সময়ে।

আরও পড়ুনঃ ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল সবাইকে চমকে দেবে, দৃঢ়প্রতিজ্ঞ অমিত

সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ২১ শতকের তৃতীয় দশকে, মাননীয় রাষ্ট্রপতির ভাষণ আমদের দিশা দেখাবে এবং অনুপ্রেরণা জোগাবে। মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করবে। সংসদের সব সদস্যরাই এই বিতর্কে বেশ গঠনমূলক ভূমিকা নিয়েছেন। কিন্তু সবাই একটা কথাই জিজ্ঞাসা করছে যে সরকারের এত তাড়া কীসের? সব কাজ কেন একসঙ্গে করতে চাইছে?

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী সর্বেশ্বর দয়াল সাক্সেনার একটা কবিতা উদ্ধৃত করে বলেন, ‘যাঁরা পরাজিত এবং দুর্বল, তারাই সারিবদ্ধ ভাবে চলে। আমার তো আবার নিজের যাত্রা দিয়ে তৈরি অনির্মিত পথই পছন্দ।’ সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ানোর আওয়াজ শোনা যায়।

আরও পড়ুনঃ কুণাল নামে বিভ্রাট, বস্টনের বাসিন্দার টিকিট বাতিল করে বেকায়দায় এয়ারইণ্ডিয়া

বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রীকে দেখা গেল আরও এক ভূমিকায়। গান্ধিজি ইস্যুতে বিরোধীদের গণ্ডগোল শুরু হতেই এক বাক্যে বিরোধী সাংসদকে চুপ করিয়ে দেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের মহাত্মা গান্ধিকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে বিরোধীরা স্লোগান দিতে শুরু করে। তখনই মোদি বিরোধীদের উদ্দেশে বলেন, ,”গান্ধিজি আপনাদের জন্যে ট্রেলার হতে পারেন, আমাদের কাছে জীবন”।

তবে এদিন রাহুল গান্ধিকে মজার সুরে কটাক্ষ করতে ছাড়েন না প্রধানমন্ত্রী। ৩০-৪০ মিনিট ধরে টানা ভাষণ দেওয়ার পর মোদির বক্তৃতায় বাধা দিয়ে রাহুল গান্ধি কিছু একটা বলতেই কংগ্রেস থেকে সবাই টেবিল চাপড়াতে শুরু করে। এর উত্তরে মোদি রাহুলকে কটাক্ষ করে বলেন, আমি ৩০-৪০ মিনিট ধরে বলে যাচ্ছি, আর এখন গিয়ে কারেন্ট পৌঁছাল; আসলে কিছু কিছু টিউবলাইট এরকমই হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here