ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রধানমন্ত্রী ঘোষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে আগামীকাল সকাল ১০টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020.
— PMO India (@PMOIndia) April 13, 2020
তবে আগামীকাল কি বার্তা দেন তিনি সেদিকে সবার নজর থাকবে। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর যে সিদ্ধান্ত বিভিন্ন রাজ্য সরকার নিয়েছে তাতে কেন্দ্রীয় সীলমোহর দেওয়া হতে পারে বলে মত বিশ্লেষকদের। কিন্তু লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিক ও দেশের আর্থিক মন্দার ব্যাপারটাও মাথায় রেখে করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা বা সংখ্যার হিসেব করে তিন রকমের এলাকায় ভাগ করা হতে পারে। এলাকাভিত্তিক লাল, গোলাপি ও সবুজ হিসেবে চিহ্নিত করা হতে পারে দেশের বিভিন্ন্ন অংশকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584