প্রধানমন্ত্রীর নির্বাচনী বক্তব্য খতিয়ে দেখার সিদ্ধান্ত কমিশনের

0
55

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

১ থেকে ৯ এপ্রিলের মধ্যে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্য খতিয়ে দেখার কথা জানাল মুখ্য নির্বাচন কমিশন।

Prime Minister's election speech
ছবিঃ টুইটার

নির্বাচনী বিধি নিষেধ লংঘন করে নরেন্দ্র মোদি তার বক্তব্যের মধ্য দিয়ে এমন কিছু প্রচার চালাচ্ছেন যাতে নির্বাচনের আবহে সাধারণ মানুষের মধ্যে উগ্র মনোভাব তৈরি হয় ঠিক এমনটাই অভিযোগ তুলেছে বিরোধীরা।
কংগ্রেস সহ একাধিক বিরোধী দল এ নিয়ে বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,আগামী ১৪ থেকে ১৬ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বক্তব্যের যথার্থ অনুলিপি বার করে তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ বিদেশ যাত্রায় বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে ভারতের বলিষ্ঠ আওয়াজ,বীরভূমে মোদী

বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব নির্বাচনে ফায়দা ওঠাতে সেনাদের কৃতিত্ব নিয়ে ভোট লুফে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে।ইতিপূর্বে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন তাকে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল।একই সাথে অভিযোগ ওঠে গত সোমবার নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির সভাপতি অমিত শাহ “নরেন্দ্র মোদির বায়ু সেনা”
বলে অভিহিত করেছেন।মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্যের চিফ এক্সজিকিউটিভ অফিসারের কাছে এ নিয়ে রিপোর্ট তলবের নির্দেশ দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here