আপনার স্কুটি ভবানীপুর যাওয়ার বদলে নন্দীগ্রাম চলে গেল! মোদীর নিশানায় মমতা

0
63

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ব্রিগেডের সভায় যোগ দিয়েই মমতা ব্যানার্জীকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। মঞ্চে উঠে তিনি বলেন, “গোটা বাংলা একসুরে বলছে, আর নয় অন্যায়। আর নয় অন্যায়। তৃণমূল সরকারের দিন ফুরিয়ে এসেছে। গোটা দেশকে এই নির্দেশ শোনানো দরকার। দিদি শুনেছেন? এটা বাংলার আওয়াজ। বাঙালিদের আওয়াজ।

Prime Minister Modi | newsfront.co
ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখছে প্রধানমন্ত্রী। নিজস্ব চিত্র

দশ বছরের অভিজ্ঞতার পর একটাই প্রশ্ন করছে, দিদি হিসেবে বেছেছিল। কিন্তু আপনি একজন ভাইপোর পিসি হয়ে উঠেছেন। কেন এটা করলেন? বাংলার লাখো ভাইপো-ভাইঝির আশা পূরণ করা ছেড়ে নিজের ভাইপোর আশাপূর্ণ করলেন। কংগ্রেসের ভাই-ভাতিজা সংস্কৃতি ছাড়তে পারলেন না।”

Brigade Rally | newsfront.co
নিজস্ব চিত্র

মমতা ব্যানার্জীর স্কুটি চালানো প্রসঙ্গে তিনি বলেন, “দিদি আপনি স্কুটি চালিয়েছিলেন? পড়ে যাননি তো! ভালো হল। যে রাজ্যে ওই স্কুটি তৈরি হয়েছে, সেই রাজ্যকে শত্রু বানিয়ে নিতেন। স্কুটি সাউথে তৈরি হলে সাউথ শত্রু হত। নর্থে হলে নর্থকে শত্রু ভাবতেন। আচ্ছা হল পড়ে যাননি।

আরও পড়ুনঃ ব্রিগেড থেকে ‘আসল’ পরিবর্তনের ডাক মোদীর

আপনার স্কুটি ভবানীপুর যাওয়ার বদলে নন্দীগ্রাম চলে গেল। আমি তো সকলের মঙ্গল চাই। কিন্তু স্কুটি নন্দীগ্রামে পড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো আমরা কী করব! আন্তর্জাতিক মহিলা দিবসের একদিন আগে বাংলায় এসেছি। মা সারদা দেবী, মাতঙ্গিনী, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীদের ভারতকে দিয়েছে বাংলা।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেডে মহাগুরু

গত কয়েক বছর কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে রয়েছে মা-বোনেরা। ঘরের মালকিন হচ্ছেন মেয়েরা। ঘরে ঘরে শৌচালয় হয়েছে। মা-বোনেরা সম্মান পেয়েছেন। চার কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। অর্ধেকের বেশি মহিলা। মুদ্রা যোজনায় লভ্যার্থী পঁচাত্তর শতাংশই মহিলা। করোনা মহামারীর সময়ে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here