সত্য খবরের গ্রহণযোগ্যতায় শীর্ষে মুদ্রিত সংবাদ মাধ্যম, দাবি সমীক্ষা রিপোর্টের

0
115

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মিডিয়া কনসাল্টিং সংস্থা ওরম্যাক্স মিডিয়ার সমীক্ষা রিপোর্ট ‘ফ্যাক্ট অর ফেক’। তারা সমীক্ষা চালায় ২৪০০ শহুরে গ্রাহকের মধ্যে (১৫+) , ১৭টি রাজ্যে ; বিষয় ছিল ফেক নিউজ সম্পর্কে তাঁদের ধারণা ঠিক কি।

Print Media | newsfront.co
প্রতীকী চিত্র

এই সমীক্ষার রিপোর্টে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। শহরাঞ্চলে সংবাদের বিশ্বাসযোগ্যতার সূচক শুধুমাত্র ৩৯% অর্থাৎ বাকি ৬১% গ্রাহকের কাছে ফেক নিউজের গ্রহণযোগ্যতা অপরিসীম।

সমীক্ষার তথ্য অনুযায়ী, প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অন্যান্য সংবাদ প্রকাশের মাধ্যমের থেকে অনেকটাই বেশি এখনও প্রায় ৬২%; এরপর আসে রেডিও বা টেলিভিশনের সংবাদ।

আরও পড়ুনঃ এবার রেল ভাড়ার সাথে গুণতে হবে পরিষেবা মূল্যও

ডিজিটাল মিডিয়ার চাইতে পুরোনো ধারার সংবাদ মাধ্যমের গুরুত্ব এখনও গ্রাহকের কাছে বেশি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদে অনান্য সামাজিক মাধ্যমের চেয়ে টুইটারের গ্রহণযোগ্যতা অনেক বেশি গ্রহণযোগ্য, প্রায় ৫৩%।

আরও পড়ুনঃ এবার নীল চাঁদের দেখা মিলবে বিশ্বের সর্বত্র

ওরম্যাক্স মিডিয়ার সিইও এবং প্রতিষ্ঠাতা শৈলেশ কাপুর বলেন ফেক নিউজের প্রভাব এই মুহূর্তে সারা বিশ্বের চিন্তার বিষয় শুধুমাত্র আমাদের দেশে নয়। সেই কারণেই এই সমীক্ষা চালানো হয়েছিল। তিনি আরও বলেন, তাঁদের পরিকল্পনা রয়েছে দেশজুড়ে প্রতি ছ’মাস অন্তর এই ধরণের সমীক্ষা করার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here