ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যার আশঙ্কা ও নিরাপত্তা দাবি করে গতকালই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
Prior To Vikas Dubey's Killing A Petition Filed Before Supreme Court Apprehending His Death And Seeking Protection https://t.co/MIj5gRgOVy
— Live Law (@LiveLawIndia) July 10, 2020
গ্যাংস্টার বিকাশ দুবে এনকাউন্টারে নিহত হওয়ার একদিন আগেই এক আইনজীবী গত ২ রা জুলাই রাতে ১ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৮ পুলিশকর্মীর মৃত্যুর যথাযথ তদন্তের দাবি করে বিকাশ দুবের এনকাউন্টারে হত্যার আশঙ্কা ও নিরাপত্তার আবেদন করেন বলে সংবাদ সংস্থা লাইভ ল্য সূত্রে জানা গেছে। ২ তারিখের ঘটনায় ঐ গ্যাংস্টারের আরও ৫ সঙ্গী অভিযুক্ত রয়েছে।
আবেদনে বলা হয় যে উত্তরপ্রদেশ পুলিশ তার অভিযুক্ত সঙ্গীদের মত বিকাশ দুবেকেও পুলিশ হত্যা করতে পারে।
শুক্রবার সকালে এনকাউন্টারে নিহত হন বিকাশ দুবে। জানা গেছে বিকাশ দুবেকে উজ্জইন থেকে কানপুর নিয়ে যাওয়ার পথে বারা এলাকায় কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। তখন গাংস্টার বিকাশ পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।কানপুরের ( ওয়েস্ট) এসপি সংবাদ সংস্থাকে জানান যে গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে আত্মসমর্পণ করার জন্য বললে সে উল্টে গুলি চালাতে শুরু করে। জবাবি হামলায় পুলিশ গুলি চালালে সে জখম হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
গতকালই উত্তরপ্রদেশে আট পুলিশ খুনে অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করা হয়। জানা গেছে মধ্যপ্রদেশের উজ্জয়িন মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২ রা জুলাই রাতে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে ১ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৮ পুলিশকর্মী প্রাণ হারান উত্তরপ্রদেশের কানপুরে।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ৫৩ টি খুনের মামলা ছিল। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে সেই ভয়ানক হামলার সম্মুখীন হয় পুলিশ বাহিনী। মৃত্যু হয় ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র, একজন সাব ইন্সপেক্টর সহ ৮ পুলিশকর্মীর। ঘটনায় আরও ১২ পুলিশকর্মী আহত হন। দেশজুড়ে তোলপাড় হয়।
ঐ দুষ্কৃতির লুকিয়ে থাকার খবর পেয়ে কানপুর দেহাতের শিবলী থানা এলাকার বিকরু গ্রামে পুলিশ বাহিনী চারদিক ঘিরে ফেললে ৮-১০ জন দুষ্কৃতী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
প্রাক্তন গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েত সদস্য বিকাশ দুবের বিরুদ্ধে ২০০১ সালে তৎকালীন উত্তর প্রদেশের মন্ত্রী সন্তোষ শুক্লা খুনের ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584