করোনায় থমকে বিচার, বন্দি পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র দমদম সেন্ট্রাল জেল

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আগেকার মতো নিয়মিত আদালতে হাজিরা হচ্ছে না । এমনকি আটকে গিয়েছে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা এবং প্যারোলে মুক্তি পাওয়াও। প্রশাসন যাই বলুক, এই পরিস্থিতি মানতে নারাজ দমদম সেন্ট্রাল জেলের বন্দিরা। তাই শনিবার সকাল থেকে বন্দি পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দমদম সেন্ট্রাল জেল।

central jail | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ বিষয় নিয়ে বোঝানো তো দূরের কথা, উল্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে আচমকাই পুলিশ লাঠি চার্জ করতে শুরু করে। এরপরই বিচারাধীন বন্দিরা জেলের ভিতরে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে আধলা ইঁট ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে দু’রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ। নামানো রয়েছে ব়্যাফ।

আরও পড়ুনঃ ছেলের দায়িত্বজ্ঞানহীন আচরণে করোনা আক্রান্তের চিকিৎসক বাবার সদস্যপদ খারিজ আইএমএ-র

জেল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে এলে তাদেরও মারধর করা হয়। জেলের ভিতরে রান্নাঘর ও কয়েকটি সেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাইরের দিকে জেল সুপারের ঘর, ডায়েরি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আশপাশের তিনটি থানা থেকে অতিরিক্ত পুলিশ কর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখনও উত্তপ্ত। এই সুযোগে কোনও বন্দি যাতে পালিয়ে না যায়, তার দিকে নজর রাখা হচ্ছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বোস এবং কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here