নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ পরিবারের। মঙ্গলবার ভোরে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ৭এ ওয়ার্ডের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুক্তার বায়েন নামে সাজাপ্রাপ্ত বন্দীর। জানা গিয়েছে মৃতের বাড়ি গড়বেতা থানার উপরজবা গ্রামে।
মৃতের স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার উপরে নানাভাবে শারীরিক অত্যাচার চালানো হত জেলের ভেতরে। এমনকি বারবার খুনের হুমকিও দেওয়া হত বলে দাবি মৃতের স্ত্রীর। মঙ্গলবার দেহ উদ্ধারের পর মৃতের স্ত্রীর অভিযোগ, খুন করে জেলের ভেতরে ঝুলিয়ে দেওয়া হয় তার স্বামীকে।
২০১১ সাল থেকে ধর্ষনের অভিযোগ ১০ বছরের সাজাপ্রাপ্ত এই বন্দীর মাস কয়েক বাদেই মুক্তির কথা ছিল। লকডাউন সময়কালে প্যারোলে যাওয়ার কথা থাকলেও করোনা সতর্কতার জেরে তাকে ছাড়া হয়নি বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। এদিন ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিজনেরা। জেলের ভিতর কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিজনেরা।
আরও পড়ুনঃ কুলিক বনাঞ্চলে সমীক্ষা শুরু, মিলল বিরল প্রজাতির উদ্ভিদ
জেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর জেলের ভেতরে বিক্ষোভ শুরু করে বন্দীদের একাংশ। দেহ উদ্ধার করতে বিস্তর বেগ পেতে হয় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষীদের। এমনকি পরিস্থিতি সামলাতে সংশোধনাগারে ছুটে আসতে হয় ডিএসটি পদমর্যাদার এক অফিসার সহ মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশকে। পরে দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584