কয়েক মিনিটের ব্যবধানে করোনার দু’রকম রিপোর্ট, চিন্তায় ব্যাঙ্ক কর্মী

0
89

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মাত্র ১৫ মিনিটের ব্যবধানে একই ব্যক্তির করোনা রিপোর্ট দু’রকম আসায়, মাথায় হাত বেসরকারি ব্যাঙ্ক কর্মীর পরিবারের। এই নিয়ে ইতিমধ্যে করোনা পরীক্ষার দু রকমের বিভ্রান্তিকর রিপোর্ট নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

corona patients | newsfront.co
নিজস্ব চিত্র

জ্বরের উপসর্গ নিয়ে করোনা পরীক্ষায় একই ব্যক্তির দু’রকম রিপোর্ট আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। প্রথমে নেগেটিভ রিপোর্ট এলেও তার মাত্র পনের মিনিটের ব্যবধানে ফের পজিটিভ রিপোর্ট দেওয়া হয়েছে মোবাইলের ম্যাসেজে ।

আরও পড়ুনঃ গড়বেতায় জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত ৫

যা নিয়ে রীতিমতো বিভ্রান্তিতে পড়েছেন বালুরঘাটের পেশায় বেসরকারি ব্যাঙ্ক কর্মী প্রনয় বিশ্বাস। ঘটনা নিয়ে চিন্তিত প্রনয়বাবু ও তার পরিবারের লোকেরাও। এই ঘটনায় স্বাস্থ্য দফতরের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তারা।

corona report | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম মোড় এলাকার বাসিন্দা প্রনয় বিশ্বাস। শহরে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত রয়েছেন তিনি। পরিবারে স্ত্রী সহ ৭ মাসের এক পুত্র সন্তান, এক ভাই ও তার মা’কে নিয়ে সংসার।

পরিবারের সকলের সুরক্ষার জন্য সামান্য জ্বর হওয়ায় গত ২৪ তারিখে নিজের সোয়াব টেস্ট করান প্রনয়বাবু। বুধবার মালদহ থেকে প্রথমে তার রিপোর্টে আসে নেগেটিভ। যার পর কিছুটা আনন্দেই পরিবারের সকলের সঙ্গে মেলামেশা করেন তিনি।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণে আক্রান্ত কোতোয়ালী থানার চারজন পুলিশকর্মী

অভিযোগ, এর ঠিক দশ থেকে পনের মিনিট পর সেই রিপোর্টই আবার পজিটিভ আসে। আর এই পজিটিভ রিপোর্ট আসার পরেই বিভ্রান্তির মধ্যে পড়েন ওই পরিবার। বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনার ঝড় তোলেন অনেকেই।

ব্যাঙ্ক কর্মী প্রনয় বিশ্বাস এবং তার স্ত্রী শর্মিষ্ঠা বিশ্বাস জানিয়েছেন, সকলের সুরক্ষা নিশ্চিত করতে সামান্য জ্বর হতেই করোনা টেস্ট করানো হয়। রিপোর্ট নেগেটিভ আসায় সকলের সঙ্গে মেলামেশাও করা হয়। কিন্তু এরপর ফের রিপোর্ট পজিটিভ আসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ফোনে জানিয়েছেন, মালদহ থেকে কিছু রিপোর্ট ভুল এসেছিল। তবে বিস্তারিত খোঁজ নিয়ে তবেই এবিষয়ে মন্তব্য করবেন বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here