শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউন পরিস্থিতিতে রাজ্য যে ভাড়া বাড়ানোর যুক্তিতে সায় দিতে পারবে না, বুধবার সর্বদলীয় বৈঠকের পর বাইরে বেরিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই যেন শেষ হয়ে গিয়েছিল বাসমালিক সংগঠনগুলির এতদিনের আশা। কিন্তু তারা এখনও আশা ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা সাংবাদিক বৈঠক করে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাল্টা পুনর্বিবেচনার আর্জি জানাল ওয়েস্ট বেঙ্গল বেসরকারি বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।
আনলক প্রথম পর্বে সাধারন মানুষের উপর যাতে কোনভাবেই আর্থিক চাপ না বাড়ে, সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস ও মিনিবাস চালকদের কাছে অনুরোধ করেছিলেন বাস ভাড়া বৃদ্ধি না করে গাড়ি চালানোর জন্য। কিন্তু বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মধ্যরাতে রেড রোডে বেসামাল মদ্যপ যুবতী! অর্ধনগ্ন হয়ে নৃত্য, পুলিশকে চড়
ওয়েস্ট বেঙ্গল বাস ও মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ন বসু বলেন, “মানবিক মুখ্যমন্ত্রীর অনুরোধ সবটা এই আর্থিক দুর্দশার মধ্যে কতটা রাখতে পারব আমরা জানি না। আমরা অর্ধেক যাত্রী বাসে তুলছি সামাজিক দূরত্ব বজায় রাখতে। মানুষের নিরাপত্তার কথা ভেবে সিট অনুসারে যাত্রী তুলছি। এর সঙ্গে যুক্ত হয়েছে আকাশ ছোঁয়া ডিজেলের মূল্যবৃদ্ধি। আর কতদিন অল্প ভাড়ায় আমরা যাত্রী পরিষেবা দিতে পারব বুঝতে পারছি না। ভাড়া বৃদ্ধি ছাড়া উপায় নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্য পরিবহণ দপ্তরের মাধ্যমে স্মারকলিপি দিয়ে ভাড়া বৃদ্ধির বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনর্বিবেচনার আবেদন জানাব।”
আরও পড়ুনঃ মিটার রিডিংয়ের লোক নেওয়ার জন্য বিদ্যুৎ দফতরের ভুয়ো মেল রাজ্যে, জানালেন বিদ্যুৎমন্ত্রী
আনলক প্রথম পর্বেই যাত্রী পরিবহনে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা এনেছে সরকার। এর মধ্যে গণযাত্রী পরিবহণ ব্যবস্থার মধ্যে থাকা ট্যাক্সি বাস মিনিবাস এবং অটো রয়েছে। তবে গণ পরিবহনের মধ্যে থাকা বাস এবং মিনিবাসের যাত্রী তোলা এবং নামানোর মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সেই কারণে সংগঠনগুলোর পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবি তোলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। সেই কারণেই তারা ফের স্মারকলিপি পেশ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584