৫৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস, তালিকায় ৬০ লক্ষ ভারতীয়

0
75

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

৫৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হলো হ্যাকিং সাইটে। তার মধ্যে রয়েছেন ৬০ লক্ষ ভারতীয় ফেসবুক ব্যবহারকারী। ফোন নম্বর , ইমেল, জন্মদিন সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে ওই হ্যাকিং সাইটে। ফলে আবারও নতুন করে প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা।

facebook | newsfront.co
প্রতিকী চিত্ৰ

একটি অতি সাধারণ মানের হ্যাকিং ফোরামে একজন ব্যবহারকারী এদিন ফাঁস করে দিলেন লক্ষাধিক ফেসবুক ব্যবহারকারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা। সব মিলিয়ে ৫,৩৩০ লক্ষ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে।এই তথ্য ফাঁসের শিকার হয়েছে মূলত তিনটি দেশের ফেসবুক ব্যবহারকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২০০ লক্ষ ফেসবুক ইউজার, ব্রিটেনের ১১০০ লক্ষ এবং ভারতের ৬০ লক্ষ ইউজার রয়েছেন তালিকায়।

আরও পড়ুনঃ আধিকারিকদের গাফিলতির জেরে আটকে ২০ হাজার শিক্ষকের বেতন

জানিয়েছেন সাইবার সুরক্ষা সংস্থা হাডসন রক-এর সিটিও এলন গাল। এমনকি এলন গাল দেখিয়ে দিয়েছেন বিখ্যাত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিজনেস এর দুজন উচ্চপদস্থ আধিকারিকের যাবতীয় ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে ওই হ্যাকিং সাইটে।ফেসবুকের একজন মুখপাত্র এন্ডি স্টোন জানিয়েছেন, এই সব তথ্য অনেক পুরোনো। ঘটনাটি ঘটে ফেসবুক অ্যাপ্লিকেশনের একটি দুর্বলতার কারণে, যা জানা গিয়েছিল গত ২০১৯ সালে।

তা জানতে পেরেই সে সমস্যা তাঁরা ঠিক করে ফেলেন ২০১৯ সালের অগাস্ট মাসেই। উল্লেখ্য, সেকথা কিন্তু তখন ফেসবুক কর্তৃপক্ষ ঘুণাক্ষরেও জানায়নি ব্যবহারকারীদের।রাচেল টোব্যাক, একজন এথিক্যাল হ্যাকার এবং সোশ্যালপ্রুফ সিকিউরিটি-র সিইও, তার মতে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটাক’ এর জন্য এই ধরনের ফাঁস হওয়া তথ্য খুবই কাজে লাগে। আর এখন যখন তা একেবারে হাতের মুঠোয় এসে গেছে কাজটা অনেক সহজ হয়ে গেল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটাকের জন্য।

আরও পড়ুনঃ ভারত থেকে চিনি ও তুলো আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত খারিজ

“দু বছরের পুরনো হলেও এখনো পর্যন্ত এই সমস্ত ইনফর্মেশন সাইবার জালিয়াতরা ব্যবহার করতে পারেন মানুষের বিরুদ্ধে কাজ করার জন্য। এছাড়াও, এই সমস্ত তথ্যের মাধ্যমে খুব সহজে যে কোন ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লগইন আইডি এবং পাসওয়ার্ড জেনে ফেলা সম্ভব। এই তথ্য গুলির মধ্যে রয়েছে ফোন নম্বর, যা ব্যবহার করে যেকোনো জালিয়াতরা বিভিন্ন দুষ্কর্ম ঘটাতে পারেন এবং যেকোনো হ্যাকিং করতে পারেন,” সাইবারক্রাইম ইন্টেলিজেন্স সংস্থা হাডসন রকের সিইও অ্যালন গাল তাঁর টুইট বার্তায় সকলকে সতর্ক করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here