৩৫ লক্ষ Mobikwik ব্যবহারকারীর তথ্য ফাঁসের অভিযোগ

0
87

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ রাজশেখর রাজাহরিয়া সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন। ১১ কোটি ভারতীয়ের তথ্য বিপন্ন বলে টুইট করেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে MobiKwik। ইউজারদের তথ্য ফাঁসের অভিযোগ ডিজিটাল লেনদেন অ্যাপ MobiKwik এর বিরুদ্ধে।

Mobikwik Data leak | newsfront.co

অ্যাপের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৩৫ লক্ষ ব্যবহারকারীর তথ্য মোটা দামে বিক্রি করে দেওয়ার। ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে KYC ডিটেইলস, বাড়ির ঠিকানা, ফোন নম্বর এমনকি আধার কার্ডের তথ্যাবলীও।

ডার্ক ওয়েবে ব্যবহারকারীর তথ্য বিক্রি করছে MobiKwik । গত ফেব্রুয়ারি মাসেই এই অভিযোগ উঠেছিল । সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ রাজশেখর রাজাহরিয়া সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন। তিনি ১১ কোটি ভারতীয়ের তথ্য বিপন্ন বলে অভিযোগ এনে টুইট করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে MobiKwik ।

সোমবার ডার্ক ওয়েবের একটি লিঙ্ক অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই লিঙ্কে বহু ব্যক্তির ব্যক্তিগত তথ্যাবলীর তালিকা সাজানো। সেখানে নিজেদের তথ্যাবলী খুঁজে পেয়েছেন বলে দাবিও করেছেন বহু MobiKwik ব্যবহারকারী।

আরও পড়ুনঃ জাতীয় স্তরে আবারও পুরস্কৃত হলো অভিজ্ঞান কিশোর দাস

অনেকে প্রমাণস্বরূপ স্ক্রিনশট নিয়ে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। MobiKwik-র বিরুদ্ধে ব্যবহারকারীর তথ্য বিক্রি করার অভিযোগ আনেন তাঁরা। অনেকের মতে ১.৫ বিটকয়েন বা প্রায় ৮৬,০০০ মার্কিন ডলারের বদলে বিক্রির বিজ্ঞাপণ দেওয়া হয়েছিল, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।

যদিও সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে MobiKwik । একটি টুইটে সংস্থা জানিয়েছে, ‘একজন প্রচারপ্রেমী স্বঘোষিত সিকিউরিটি রিসার্চার বারবার এধরণের নকল ফাইল বানাচ্ছেন। তাঁরা এভাবে সংস্থার সময় নষ্ট ছাড়া কিছুই করছেন না। সংবাদমাধ্যমেরও সময় নষ্ট করছেন। আমরা ভাল করে পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। সুরক্ষায় কোনও ফাঁক পাইনি আমরা। আমাদের ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here