জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি কোম্পানির কর্মরত কর্মীদের বিক্ষোভ

0
53

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

protest | newsfront.co
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি কোম্পানির কর্মরত কর্মীরা বেতন বৃদ্ধি সহ সরকারি সমস্ত পরিষেবা পাওয়ার দাবীতে গত দুইদিন ধরে নিজেদের গণ অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এই গণ অবস্থানের একজন জানান, “আমাদের পক্ষ থেকে বারংবার কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, তাদের কোনো হেলদোল নেই এই বিষয়ে।” এছাড়াও তিনি বলেন, “আমাদের সমস্ত স্টাফ কোভিড-১৯ এর সময় জীবনের ঝুঁকি নিয়ে রুগীদের পাশে থেকেছেন। তবু আমরা স্বাস্থ্য দফতর থেকে তেমন কিছুই পাইনি।” এছাড়াও তারা জানান, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের এই সামান্য বেতনে সংসার চালানো বড়ই কষ্টকর হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ এসএসকেএম-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে বলে জানায়। আজকের এই গণ অবস্থান বিক্ষোভে মোট ১৪০ জন কর্মী আন্দোলনরত অবস্থায় উপস্থিত আছেন বলে জানাযায়। তাদের দাবী না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামবে বলে জানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here