নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টাকার জন্য মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠেছে রায়গঞ্জের এক নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় মঙ্গলবার রাতে শহরের উকিলপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সকাল দশটা নাগাদ এক যুবতীর মৃত্যু হলেও সন্ধ্যা পর্যন্ত মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়নি।
রায়গঞ্জ থানায় ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার আত্মীয় আজিজ আনসারি। রায়গঞ্জ থানার ভাটোল এলাকার বাসিন্দা আজিজ আনসারি জানিয়েছেন,”সোমবার আমার শ্যালিকাকে ভর্তি করেছিলাম নার্সিংহোমে।
আরও পড়ুনঃ সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগে ধৃত দুই ছেলে
ভর্তি করার সময় নার্সিংহোম কর্তৃপক্ষ বলেছিল ১৫ থেকে ২০ হাজার টাকা লাগবে। এরপর এদিন সকাল দশটার সময় জানা যায় শ্যালিকার মৃত্যু হয়েছে। মোট চিকিৎসার জন্য ৪১ হাজার টাকা বিল হয়েছে বলে জানানো হয়।
টাকা না মেটানো পর্যন্ত মৃতদেহ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।” রোগীর পরিবারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, “রোগীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারের সকলের ফোন বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ হাতুড়ে চিকিৎসকের হাতে অপারেশন করে মৃত্যু হল শিশুর, তদন্তে পুলিশ
রোগীর পরিবার যে অভিযোগ করছে তা ঠিক নয়। টাকার জন্য মৃতদেহ আটকানো হয়নি। একাধিকবার নার্সিং হোম থেকে রোগীর পরিজনদের সাথে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে।
কিন্তু প্রথমেই পরিবারের লোকজনেরা বিলের অংক শোনার পর ফোন বন্ধ করে দেন৷ শেষে রায়গঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানাতে হয়। অনেক সময় রোগী সুস্থ হওয়ার পরেও আমরা বিল কমিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে রোগী মারা গিয়েছে। বিল কমানোর কথা বললেই তা করা হতো। কিন্তু সকাল থেকে নার্সিংহোমে উপস্থিত থাকার পরেও কেউ এই দাবি জানায়নি। অযথা জলঘোলা করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584