নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
স্কুলের বেতন বকেয়া থাকলেও অনলাইন ক্লাস বাতিল করতে পারবে না স্কুল, জানাল কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিশারী স্কুলের একটি জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে বাড়তি ফি নিচ্ছে হলদিয়ার দিশারি পাবলিক স্কুল এমনই অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। একাধিক খরচ একপ্রকার জোর করে আদায় করছে স্কুল। এমনকি পড়ুয়াদের ক্লাসও করতে দেওয়া হচ্ছিল না। টিউশন ফি, স্কুল বাসের ভাড়া এবং খাবার খরচ ছাড়াও বার্ষিক ফি হিসেবে এককালীন ১২,০০০ টাকা নেওয়া হয়েছে অভিভাবকদের কাছ থেকে।এই প্রসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, অতিমারি আবহে ছাত্র-ছাত্রীরা কেউই স্কুলে গিয়ে ক্লাস করতে পারছে না, তাই পূর্বের নির্দেশ অনুযায়ী স্কুলের মাসিক ফি বকেয়া থাকলেও অনলাইন ক্লাস বাতিল বা পড়ুয়াদের বহিষ্কার করা যাবে না। তবে বকেয়া ফি ৩১ জুলাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের এই রায়ে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর অভিভাবকেরা অনেকটাই স্বস্তি পেলেন।
আরও পড়ুনঃ ভারতে করোনা দ্বিতীয় ঢেউয়ের মূলে রয়েছে ‘ডেল্টা’ প্রজাতি, সমীক্ষা
বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছেন, কোনো ছাত্রছাত্রীকেই বহিষ্কার করতে পারবে না স্কুল। বেসরকারি স্কুলগুলি শুধুমাত্র টিউশন ফি-র ৮০ শতাংশ নিতে পারবে এছাড়া অন্য কোন বাড়তি ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584